AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024, CSK: ধোনির বুদ্ধিতে বাজিমাত! আইপিএল নিলামে সেরা ‘বাজার’ CSK-এর!

IPL Auction CSK Squad Analysis: চেন্নাই শিবিরে গ্যাপ কোথায়! মহেন্দ্র সিং ধোনির মতো কিপার রয়েছেন। তবে কোনও ম্যাচে তাঁকে না পাওয়া গেলে! বিকল্প নতুন মুখ অবনিশ আরাবেলি। আইপিএলের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই। তবে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন। ব্যাটিংয়ের হাতও ভালো। মহেন্দ্র সিং ধোনির মতো মেন্টর পেলে তরুণ অবনিশ আরও দক্ষ হয়ে উঠবেন বলাই যায়। তাঁকে ভবিষ্যতের জন্য বিনিয়োগও বলা যায় সিএসকের ক্ষেত্রে।

IPL 2024, CSK: ধোনির বুদ্ধিতে বাজিমাত! আইপিএল নিলামে সেরা 'বাজার' CSK-এর!
Image Credit: IPL
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 12:21 PM
Share

কলকাতা: সব প্লেয়ারের জন্য ছোটাছুটি নয়। পরিকল্পনা মেনে বিশেষ কয়েকজনের জন্যই নিলামে (IPL Auction 2024) ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সব বিভাগেই প্রয়োজনীয় ক্রিকেটার তৈরি তাদের। একটা প্রশ্ন অবশ্য উঠতে পারে। উইকেটকিপিংয়ে ব্যাকআপ কে! তার জন্যও শেষ মুহূর্তে ভেবেছে চেন্নাই সুপার কিংস। তবে একটা বিষয় পরিষ্কার। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এ বারও পুরো মরসুমেই খেলবেন। অন্তত নিলামের পর চিত্রটা এমনই। সেটা না হলে কোনও অভিজ্ঞ কিপারের জন্য অলআউট ঝাঁপাত সিএসকে। কেমন হল সিএসকে টিম? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের মিনি অকশনে ৬ জন ক্রিকেটারকে নিয়েছে সিএসকে। প্রথমে বলা যাক, যাঁদের টার্গেট করেও মিস হয়েছে। আসলে মিস হয়েছে বলা ভুল, ‘শেষ দেখে’ ছাড়েনি ধোনির চেন্নাই সুপার কিংস। প্রোটিয়া পেসার জেরাল্ড কোৎজের জন্য চেষ্টা করেছিল সিএসকে। ৩.২ কোটি টাকা অবধি গিয়ে দান ছেড়ে দেয়। তেমনই ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফের জন্য ২.৮ কোটি টাকা অবধি ছুটেছিল সিএসকে। এই দু-জনের জন্য বেশি এগোলে ড্যারেল মিচেল মিস হতে পারত। সুতরাং নিলামে ধোনির টিম পাই রেখেছিল নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। যা পূরণ করাই ছিল লক্ষ্য। হয়েওছে।

মূলত গত বারের টিমটাই ধরে রেখেছিল চেন্নাই। নিলামের পর স্কোয়াড দাঁড়াল ২৫ জনের। বেন স্টোকস এ বারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে তাঁর বদলি নিতেই হত। তেমনই অবসর নেওয়া অম্বাতি রায়াডুরও পরিবর্ত প্রয়োজন ছিল। সে কারণেই তরুণ ব্যাটার সমীর রিজভির জন্য অনেকটা দূর গেল সিএসকে। শেষ অবধি আনক্যাপড বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটারকে ৮.৪ কোটিতে নিল সিএসকে।

চেন্নাই সুপার কিংসের টিম কার্যত সেট। সঙ্গে চোট প্রবণ মাতিসা পাথিরানার ব্যাক আপ হিসেবে শেষ মুহূর্তে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিল সিএসকে। বলা যেতে পারে স্টোকসের জায়গা ভরাটের জন্য ড্যারেল মিচেলকে নেওয়া। শার্দূল ঠাকুরকে নিয়ে পেস বোলিং অলরাউন্ডারের আরও একটা বিকল্প থাকল। বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা হলে মিচেলের জায়গায় শার্দূলকে খেলানো যেতে পারে। সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রাচিন রবীন্দ্রকে নিল সিএসকে।

চেন্নাই শিবিরে গ্যাপ কোথায়! মহেন্দ্র সিং ধোনির মতো কিপার রয়েছেন। তবে কোনও ম্যাচে তাঁকে না পাওয়া গেলে! বিকল্প নতুন মুখ অবনিশ আরাবেলি। আইপিএলের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই। তবে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন। ব্যাটিংয়ের হাতও ভালো। মহেন্দ্র সিং ধোনির মতো মেন্টর পেলে তরুণ অবনিশ আরও দক্ষ হয়ে উঠবেন বলাই যায়। তাঁকে ভবিষ্যতের জন্য বিনিয়োগও বলা যায় সিএসকের ক্ষেত্রে। আর আজ থেকে ট্রেডিং উইন্ডোও খুলছে!

চেন্নাই সুপার কিংস যাঁদের রিটেন করেছিল- অজয় মন্ডল, অজিঙ্ক রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, মিচেল স্যান্টনার, মইন আলি, মহেন্দ্র সিং ধোনি, মুকেশ চৌধুরি, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রশিদ, শিবম দুবে, সিমরনজিৎ সিং, তুষার দেশপান্ডে।

মিনি অকশনে যাঁদের নেওয়া হল- রাচিন রবীন্দ্র (১.৮ কোটি টাকা), শার্দূল ঠাকুর (৪ কোটি টাকা), ড্যারেল মিচেল (১৪ কোটি টাকা), সমীর রিজভি (৮.৪ কোটি টাকা), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা), অবনিশ আরাবেলি (২০ লক্ষ টাকা)।