Yuzvendra Chahal: ওয়ার্নের মতো ম্যাজিক্যাল ডেলিভারি! রিঙ্কুর আউট মনে থাকবে যুজি চাহালের
Rinku Singh: নাইট শিবিরের অন্যতম ভরসা রিঙ্কু সিং পঞ্জাবেক বিরুদ্ধে কেকেআরের ভরসা হতে পারেননি। ৯ বলে ২ রান করে মাঠ ছাড়েন। চাহাল নেন তাঁর উইকেট অনবদ্য স্টাম্পিং জশ ইংলিশের। সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়।

কলকাতা: এ ভাবেও ম্যাচ হারা যায়? পঞ্জাব কিংসের বিরুদ্ধে যে ভাবে মুল্লানপুরে হেরেছে কলকাতা নাইট রাইডার্স, তাতে এ কথাই বলছেন ক্রিকেট প্রেমীরা। তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের ভেলকিতে কুপোকাত হয় কেকেআর। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন চাহাল। রিঙ্কু সিংকে যে ডেলিভারিতে চাহাল আউট করেন, তা নিয়ে বিরাট আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। অনেকেই চাহালের ওই ডেলিভারির তুলনা করেছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্নের বোলিংয়ের সঙ্গে। যে কোনও লেগস্পিনারের কাছে ওই ডেলিভারি স্বপ্নের।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের কোনও ক্রিকেটার দাগ কাটতে পারেননি। নাইটদের মাত্র তিন ক্রিকেটার দুই অঙ্কের রান করতে পেরেছিলেন। নাইট শিবিরের অন্যতম ভরসা রিঙ্কু এ দিন কেকেআরের ভরসা হতে পারেননি। ৯ বলে ২ রান করে মাঠ ছাড়েন। অনবদ্য স্টাম্পিং জশ ইংলিশের। সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়।
কেকেআরের ইনিংসের ১২তম ওভারের তৃতীয় ডেলিভারিতে রিঙ্কুর শরীর থেকে অনেকখানি দূরে রেখেছিলেন চাহাল। গতিও কমিয়েছিলেন। যার ফলে বাধ্য হয়েই শরীর সামনে ঝুঁকিয়ে ড্রাইভ খেলতে গিয়েছিলেন রিঙ্কু। আচমকা টার্ন হয়ে বল তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে গলে সোজা জমা পড়ে ইংলিশের দস্তানায়। শরীর সামনের দিকে ঝুঁকে পড়ার ফলে রিঙ্কুর পা বেরিয়ে গিয়েছিল ক্রিজ ছেড়ে। সেই সুযোগে মুহূর্তের মধ্যে স্টাম্পে বল ছুঁইয়ে দেন জশ ইংলিশ। সেই ওভারের পরের বলেই রমনদীপ সিংকেও আউট করেন চাহাল।
ভারতের প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়াও অজি কিংবদন্তির বোলিংয়ের সঙ্গে যুজবেন্দ্র চাহালের ডেলিভারির তুলনা করেছেন। তিনি বলেন, ‘ও শেন ওয়ার্নের মতো বোলিং করেছে। আমরা শেন ওয়ার্নের মতো ওকে বল করতে দেখেছি।’
