IPL 2025, CSK: প্লেয়ারদের বয়স নিয়ে বড় মন্তব্য সিএসকে কোচের, কীসের ইঙ্গিত!

IPL 2025, CSK vs RR: গত কয়েক বছর ধরে তা জল্পনাই থেকেছে। এ মরসুমের শুরুতেই ধোনির টি-শার্টের একটা লেখা, জল্পনা বাড়িয়েছিল। ঋতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে যাওয়ায় নেতৃত্ব তুলে নেন ধোনিই। প্লেয়ারদের বয়স নিয়ে এ বার বড় মন্তব্য কোচ স্টিফেন ফ্লেমিংয়ের।

IPL 2025, CSK: প্লেয়ারদের বয়স নিয়ে বড় মন্তব্য সিএসকে কোচের, কীসের ইঙ্গিত!
Image Credit source: PTI

May 19, 2025 | 11:34 PM

একটা সময় চেন্নাই সুপার কিংসকে নিয়ে প্রচলিত ছিল, বুড়োদের দল। যদিও পারফরম্যান্সে সমালোচনার জবাব দিয়েছে বারবার। এ বারও টিমে রয়েছেন ৪৩ বছরের মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই স্কোয়াডে আয়ুষ মাহত্রে, ডিওয়াল্ড ব্রেভিস, শেখ রশিদদের মতো প্লেয়ারও রয়েছেন। যাঁদের বয়স ২০-২১ এর মধ্যে। প্রতি আইপিএলের আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গুঞ্জন ওঠে, এটিই তাঁর শেষ আইপিএল। কিন্তু গত কয়েক বছর ধরে তা জল্পনাই থেকেছে। এ মরসুমের শুরুতেই ধোনির টি-শার্টের একটা লেখা, জল্পনা বাড়িয়েছিল। ঋতুরাজ গায়কোয়াড় চোটে ছিটকে যাওয়ায় নেতৃত্ব তুলে নেন ধোনিই। প্লেয়ারদের বয়স নিয়ে এ বার বড় মন্তব্য কোচ স্টিফেন ফ্লেমিংয়ের।

এটিই ধোনির শেষ আইপিএল কি না, এখনই বলা কঠিন। বেশ কয়েক বারই এমন প্রশ্নের সামনে পড়েছেন। কলকাতায় ইডেন গার্ডেন্সে ম্যাচের পর ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন ধোনি। দেশের আর এক প্রাক্তন কিপার-ব্যাটার দীপ দাশগুপ্ত গ্যালারিতে ধোনির প্রচুর সমর্থন নিয়ে বলেন। ধোনি তাঁকে বলেন, ‘আসলে ওরা তো জানে না, আমার শেষ আইপিএল কি না, তাই হয়তো বেশি করে আসে। বছরে দু-মাস খেলি। এখনও সময় আছে ভাবার।’ এরপর থেকে অনেকেই মনে করছেন, ধোনি হয়তো আগামী আইপিএলেও খেলবেন।

দিল্লিতে রাজস্থান রয়্যালস ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস কোচ বলেন, ‘প্লেয়ারের কত বয়স তাতে আমার কিছু যায় আসে না। আমি অভিজ্ঞ প্লেয়ারদেরই বেশি পছন্দ করি। বছরের পর বছর অভিজ্ঞতাই আমাদের সাফল্য দিয়েছে। অনেক গর্বের মুহূর্ত উপহার দিয়েছে। এ বছর কিছু পরিকল্পনা কাজে আসেনি। ফর্মে ছিল না অনেকেই। এটাও পরিকল্পনার মতোই ধরা যায়। যেটা সব সময় কাজে লাগে না।’