Naveen ul Haq-Virat Kohli : ‘স্লেজিং করা আমার স্বভাব নয়’, বিরাট বিতর্কে ঘি ঢাললেন নবীন
Virat Kohli vs Naveen ul Haq in IPL 2023 : চলতি আইপিএলে বিরাট কোহলির মতো বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে শরীরীভাষায় ঔদ্ধত্য প্রকাশ করতে দেখা গিয়েছে নবীন উল হককে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর ও নবীনের সঙ্গে বিরাটের বিবাদ এ বারের আইপিএলের হট টপিক। লখনউ-আরসিবি ম্যাচে এই ত্রয়ীয় ঝামেলা এখনও নিস্প্রভ হয়নি।

লখনউ : আইপিএল বিনোদন যেমন দেয়, তেমনই একঝাঁক বিতর্কেরও জন্ম দেয়। চলতি আইপিএলে সিনিয়ররা তো বটেনই, পাশাপাশি তরুণ ক্রিকেটাররা ২২ গজে ব্যাটে-বলে নজর কাড়ছেন। তবে এমন এক তরুণ ক্রিকেটারও রয়েছেন যিনি ম্যাচের পারফরম্যান্স ছাড়াও লাইমলাইটে চলে আসছেন। ১৬তম আইপিএল (IPL 2023) সাক্ষী রইল আফগান তরুণ স্পিনার নবীন উল হকের (Naveen ul Haq) চোখরাঙানির। তাও আবার বিরাট কোহলির (Virat Kohli) মতো বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে শরীরীভাষায় ঔদ্ধত্য প্রকাশ করতে দেখা গিয়েছে নবীনকে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর ও নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির বিবাদ এ বারের আইপিএলের হট টপিক। লখনউ-আরসিবি ম্যাচে এই ত্রয়ীয় ঝামেলা এখনও নিস্প্রভ হয়নি। উল্টে সুযোগ পেলেই তিনজনই একে অপরকে খোঁচা দিয়ে টুইটারে, ইন্সটাগ্রামে পোস্ট করছেন। এ বার লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে নবীনকে মাঠের প্রিয় ঝগড়া নিয়ে প্রশ্ন করেন তাঁর সতীর্থ আবেশ খান। এই প্রশ্নে নবীনের উত্তর শুনে নেটিজ়েনদের দাবি ফের কোহলিকে নিশানা করেছেন আফগান তরুণ স্পিনার। ঠিক কী বললেন নবীন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মাঠের লড়াই মাঠেই শেষ হয়ে যাওয়া শ্রেয়। ২২ গজের বাইরে প্রতিপক্ষ দলের একাধিক ক্রিকেটারদের বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক দেখা গিয়েছে। ম্যাচ চলাকালীন সিনিয়র-জুনিয়রদের ভেদাভেদ যেমন হয় না, ম্যাচের শেষেও সেই দৃশ্য অনাকাঙ্খিত। কিন্তু চলতি আইপিএলে বিরাট বনাম গৌতম, বিরাট বনাম নবীন ঝামেলা মাঠের বাইরেও চলছে।
সদ্য টুইটারে লখনউয়ের তরফে যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে তাতে আবেশ খান ও নবীন উল হককে দেখা গিয়েছে আড্ডা দিতে। সেখানে আবেশ তাঁর সতীর্থ নবীনকে জিজ্ঞাসা করেন ক্রিকেট মাঠে তাঁর করা প্রিয় স্লেজিংয়ের ঘটনা বা স্লেজিং হওয়ার ঘটনা কোনটি। এই প্রশ্নের উত্তরে নবীন বলেন, ‘কাউকে আমি প্ৰথমে স্লেজিং করি না। এই রকম অভ্যেস আমার নেই।’
Avesh. Naveen. Too much fun ?
Also, wait till 1.39 ?@AstralAdhesives | #bondtite pic.twitter.com/QlKnyZSgHu
— Lucknow Super Giants (@LucknowIPL) May 12, 2023
এরপরই নবীন অন্য এক ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘একটা ফার্স্ট ক্লাস ম্যাচের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি তখন নন স্ট্রাইকিং এন্ডে ছিলাম। আর অপর প্রান্তের ব্যাটারকে স্লেজিং করা হচ্ছিল। মনে আছে সিলি পয়েন্টের ফিল্ডার সদ্য বিয়ে করেছিলেন। তিনি বলেন, এটাই শেষ উইকেট। চলো তাড়াতাড়ি ম্যাচ শেষ করা যাক। বাড়িতে গিয়ে কিছু কাজ করতে হবে। কালকেই বিয়ে হয়েছে। এটা একটা মজার ঘটনা।’
