Jasprit Bumrah: বুমরাকে না পসন্দ! টেস্ট ক্যাপ্টেন হিসেবে শাস্ত্রীর দুই বিকল্প…
India Tour of England: ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বুমরাকে টেস্ট অধিনায়ক হিসেবে চাইছেন না। অতীতে ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন ইংল্যান্ডে। গত বর্ডার-গাভাসকর ট্রফিতেও প্রথম এবং শেষ টেস্টে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিলেন বুমরাই।

কলকাতা: সামনেই ভারতীয় দলের ইংল্যান্ড সফর। এ দলের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। নজরে সিনিয়র টিম। তাঁর আগে ভারতীয় সমর্থকদের কাছে লাখ টাকার প্রশ্ন, ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন কাকে করা হবে! সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে, এই নিয়ে নানা জল্পনা। একাধিক নাম হাওয়ায় ভাসছে। দৌড়ে রয়েছেন তরুণ ব্যাটার শুভমন গিল। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার নামও ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছে।
তবে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বুমরাকে টেস্ট অধিনায়ক হিসেবে চাইছেন না। অতীতে ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছেন ইংল্যান্ডে। গত বর্ডার-গাভাসকর ট্রফিতেও প্রথম এবং শেষ টেস্টে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিলেন বুমরাই। ক্যাপ্টেন হিসেবে বুমরাকে একবারেই চাইছেন না ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, বুমরা পিঠের চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন। এই মুহূর্তে তাঁর উপরে ক্যাপ্টেন্সির চাপ দেওয়া উচিত হবে না।
আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের পর ক্যাপ্টেন হিসেবে অবশ্যই ভালো পছন্দ বুমরা। তবে ক্যাপ্টেন হওয়ার পর ওর বোলিংয়ের দক্ষতা হারিয়ে যাক, চাই না। ও গুরুতর চোটের পর মাঠে ফিরেছে। আইপিএল খেলছে। তবে টি-টোয়েন্টিতে সারা ম্যাচে মাত্র চার ওভার বল করতে হয়। তবে টেস্টে তাঁকে দিনে অন্তত ১০-১৫ ওভার বোলিং করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হল অধিনায়ক হলে ওর উপরে যে চাপটা তৈরি হবে সেটা এখন একদম উচিত নয়।’
শাস্ত্রী চাইছেন ভারতের টেস্ট অধিনায়ক যাতে কোনো তরুণ মুখ দায়িত্বে আসে, যাকে দীর্ঘ সময়ের জন্য ভাবা হবে। রোহিতের বিকল্প হিসেবে রবি শাস্ত্রীর ভাবনায় দুটি বিকল্প নাম। তাঁরা হলেন শুভমন গিল ও ঋষভ পন্থ। শাস্ত্রী বলেছেন, ‘আমার মনে হয় শুভমনকে সুযোগ দেওয়া উচিত। ওর বয়স মাত্র ২৫। যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই ভালো করবে। এর সঙ্গে ঋষভও রয়েছে। এই দুই জনের মধ্যে একজনকে দেখতে চাই। এর মূল কারণটা হল ওদের বয়স। ওরা ইতিমধ্যেই আইপিএলে ক্যাপ্টেসি করছে এবং ক্যাপ্টেন হিসেবে ওদের অভিজ্ঞতাও রয়েছে।’
