India vs Sri Lanka: ‘ক্যাপ্টেন্সি একটা পদ মাত্র’: জসপ্রীত বুমরা
দক্ষিণ আফ্রিকা সফরের পর ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলেননি ভারতের সিনিয়র তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তবে চলতি শ্রীলঙ্কার (India vs Sri Lanka) সিরিজে তিনি খেলছেন। এবং রোহিত শর্মার ডেপুটির দায়িত্ব পালন করছেন।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা সফরের পর ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলেননি ভারতের সিনিয়র তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তবে চলতি শ্রীলঙ্কার (India vs Sri Lanka) সিরিজে তিনি খেলছেন। এবং রোহিত শর্মার ডেপুটির দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ (T20) সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। লখনউয়ে হওয়া প্রথম টি-২০ ম্যাচে ৩ ওভারে ১৯ রান দিয়েছিলেন বুমরা। বেশ আঁটোসাঁটো বোলিং করেছিলেন। তবে উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ১ টি উইকেট পান বুমরা। রোহিতের ডেপুটির দায়িত্বও যত্নসহকারে পালন করছেন বুমরা। তবে তাঁর ক্যাপ্টেন হওয়ার ইচ্ছে নেই। বুমরার মতে ‘অধিনায়কত্ব’ শুধুমাত্র একটি পদ এবং তিনি কখনই ‘ব্যক্তিগত সন্তুষ্টি’র জন্য এই ভূমিকা নিতে চান না। ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এমনটাই বলেছেন বুমরা।
Two on the trot ☄️ pic.twitter.com/VGlHJfUvgL
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) February 26, 2022
তিনি বলেন, “আমি জিনিসের পিছনে ছুটতে পছন্দ করি না, কারণ আমি সেটা চাই না। দেখুন আমি এমন একজন ব্যক্তি যে বিশ্বাস করে, ঈশ্বরের একটা পরিকল্পনা আছে এবং সবকিছুর একটা নিজস্ব উপায় রয়েছে। তাই আমি সেখানে থাকা জিনিসগুলোকে বাধা দিতে পছন্দ করি না। আমি কখনই কোনও কিছু পরিবর্তন করার চেষ্টা করি না। আমাকে যে ভূমিকার কথা বলা হবে, আমি তা করতে পারব, আমি নিজের সেরাটা দিয়ে তা করব। আমি পুরো দলটাকে বদলে দিতে চাই না। যখন আপনি দলের একজন সিনিয়র সদস্য হবেন, তখন আপনি সবসময় একজন নেতা হিসেবেই থাকবেন। তাই এটি শুধুমাত্র একটি পোস্ট যা।”
তিনি আরও বলেন, “মূলত, আমি আমার সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্য করার চেষ্টা করি। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সেও আমি অনেক সিনিয়র প্লেয়ার পেয়েছি, কিন্তু এখন আমি সিনিয়র প্লেয়ারদের একজন। তাই আমি অধিনায়ককে সাহায্য করি। আমি সবাইকে সাহায্য করু, আমাকে বলা না হলেও আমি নেতৃত্বের ভূমিকা পালন করি। আমি এটাকে এভাবেই দেখি। আমি কখনই চাই না, শুধু ব্যক্তিগত সন্তুষ্টির জন্য আমি এই পদে থাকতে। এবং আমাকে অধিনায়ক হতেই হবে এটাও আমি চাই না। এটা শুধু একটা পোস্ট, এটা শুধু একটা নাম। তোমাকে তোমার কাজ করতে হবে এবং নিজের সেরাটা উজাড় করে দিয়ে, সকলকে সাহায্য করতে হবে।”
তবে অধিনায়কের দায়িত্ব তাঁকে দেওয়া হলে, সেটা যত্নসহকারে পালন করবেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, “হ্যাঁ, যদি কোনও পরিস্থিতিতে সুযোগ দেওয়া হয় আমাকে, তবে এটা একটা সম্মানের বিষয় হবে এবং আমি কখনই এটা থেকে দূরে সরে যাব না। তবে এটা এমন কিছু যা আমি খুঁজছি না, এ ভাবেই আমি খেলার নেতৃত্বের দিকটা দেখি।”
বুমরা শুধু আইপিএলের সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সফল নন। দিনের পর দিন দুরন্ত পারফরম্যান্সে ভর করে, তিনি ভারতের সেরা পেসারদের মধ্যে একজন হয়ে উঠেছেন। রোহিত শর্মার সঙ্গে তাঁর সমীকরণের ব্যাপারে বলতে গিয়ে, বুমরা বলেন, “ওর আমার ওপর অনেক বিশ্বাস রয়েছে এবং বোলার হিসাবে এটি আমার জন্য সর্বদা সেরা। কারণ, আমি যা করতে চাই তা করার স্বাধীনতা পেয়েছি। এটা সত্যিই আমার জন্য উপকারী। একজন বোলার হিসেবে আমার জন্য আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ওর সেই বিশ্বাস ছিল কারণ আমি যা বলেছি, ফিল্ড সাজানোর ক্ষেত্রে সেটা কাজ করেছে। তাই আমাদের সম্পর্কটাও আরও ভালো হয়েছে। রোহিত ওর শান্ত আচরণের জন্য পরিচিত এবং দলকে যেভাবে ও নেতৃত্ব দেয় তা উদাহরণ তৈরি করে।”
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ২-০ এগিয়ে থাকা ভারত হোয়াইটওয়াশের উদ্দেশ্যে নামবে আজ। অন্যদিকে শানাকাদের কাছে আজ নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু তাঁরাও হোয়াইটওয়াশ আটকানোর চেষ্টা করবেন।