Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Rana : নেতৃত্বে কাকে অনুসরণ করেন নীতীশ? কেকেআর অধিনায়ক বললেন…

KKR, IPL 2023: শ্রেয়সের অনুপস্থিতি কেকেআরের জন্য় বিরাট ধাক্কা, সে কথা স্বীকার করে নিলেন নতুন অধিনায়ক। তবে এই পরিস্থিতিতে ইতিবাচক থাকাই শ্রেয় বলে মনে করেন নীতীশ।

Nitish Rana : নেতৃত্বে কাকে অনুসরণ করেন নীতীশ? কেকেআর অধিনায়ক বললেন...
Image Credit source: KKR, Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 7:02 PM

কলকাতা : অনেক বড় দায়িত্ব। তাই নয় কি? কলকাতা নাইট রাইডার্সকে এ বারের আইপিএলে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। কেকেআর টিম ম্য়ানেজমেন্ট আশাবাদী শ্রেয়স আইয়ারকে পরের দিকে পাওয়া যাবে। সেই সম্ভাবনা যদিও ক্ষীণ। সেক্ষেত্রে দায়িত্ব সামলাতে হতে পারে নীতীশকেই। কেকেআর কিংবা আইপিএলে প্রথম হলেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে নীতীশ রানার। ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ফরম্য়াটে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতৃত্বের দিক থেকে কাকে অনুসরণ করেন কেকেআরের নতুন অধিনায়ক? অনেকের নেতৃত্বেই খেলেছেন নীতীশ। নেতা হিসেবে দেখেছেন আরও অনেককেই। সোমবারই কেকেআর অধিনায়ক হিসেবে নাম ঘোষণা হয়েছে তাঁর। এ দিন প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হলেন। কী বললেন নাইটদের নতুন অধিনায়ক? বিস্তারিত TV9Bangla-য়।

নতুন মরসুম, নতুন কোচ এবং নতুন অধিনায়ক। পারফরম্য়ান্সে কতটা নতুনত্ব দেখা যাবে, সময়ই বলবে। প্রথম সাংবাদিক সম্মেলনে কেকেআর অধিনায়ক নেতৃত্বের আইডল কে প্রশ্নে বলেন, ‘আমি কাউকেই অনুসরণ করি না। নিজের মতো করে নেতৃত্ব দিতে চাই। কাউকে অনুসরণ করতে গেলে হয়তো নিজস্বতা হারিয়ে ফেলব। আমি আমার মতো করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ যাঁদের নেতৃত্বে খেলেছেন, তাঁদের মধ্যে কাকে পছন্দ? নীতীশ বলছেন, ‘আমি অনেকের নেতৃত্বেই খেলেছি। গৌতম গম্ভীর, ইয়ন মরগ্য়ান, দীনেশ কার্তিক, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলেছি। দাদার (সৌরভ গঙ্গোপাধ্য়ায়) নেতৃত্বে খেলার সুযোগ না হলেও প্রত্যেকেই ওঁর নেতৃত্ব গুণ সম্পর্কে ওয়াকিবহাল। ভারতীয় ক্রিকেটকে দাদা কোন জায়গায় পৌঁছে দিয়েছে, কারও অজানা নয়। দাদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে আমার নিজস্ব একটা ধরণ রয়েছে। একটু অপেক্ষা করুন, মাঠেই পারফরম্য়ান্স দেখতে পারবেন।’

শ্রেয়সের অনুপস্থিতি কেকেআরের জন্য় বিরাট ধাক্কা, সে কথা স্বীকার করে নিলেন নতুন অধিনায়ক। তবে এই পরিস্থিতিতে ইতিবাচক থাকাই শ্রেয় বলে মনে করেন নীতীশ। বলছেন, ‘বাড়তি দায়িত্ব থাকবে। দায়িত্ব নিতে পছন্দও করি। শ্রেয়সের চোট আমাদের জন্য় খুবই দুর্ভাগ্যজনক। দলের মূল প্লেয়ার শ্রেয়স। অভিজ্ঞতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে সরিয়ে রাখলে, সার্বিক ভাবে আমাদের দল খুবই ভালো জায়গায় রয়েছে।’