
কলকাতা: ময়দানি সব গল্প কি সত্যি? ময়দান বাদ দিন, ভারতীয় খেলার জগতেও এমন নানা মিথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুনীল গাভাসকর থেকে কপিল দেব, সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়— গল্পের কেন্দ্রে নানা সময় নানা চরিত্র। যুগ পেরিয়েছে, কিন্তু অবাক করা রটনা বা গল্পের অভাব নেই। মহেন্দ্র সিং ধোনিকেই ধরা যাক। এক আধটা নয়, দু-দুটো গল্প রয়েছে তাঁকে ঘিরে। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন, সাফল্যের শিখরে পাকাপাকি ভাবে থাকা এক নেতা। তাঁকে ঘিরে যে গল্প জন্ম নেবে, তাতে আর আশ্চর্য কী! সেই সব গালগল্প এ বার নিজেই ভেঙে দিলেন মাহি।
কী সেই দুটো গুজব? আসুন সেই গুজব দুটোর গল্পই শোনাই আপনাদের। প্রথম গল্পটা বেশ মজার। কপিল বা সচিনের সেই পুরনো বিজ্ঞাপনটার মতো। ‘বুস্ট ইজ় দ্য সিক্রেট অফ মাই এনার্জি’ বিজ্ঞাপনে হাসতে হাসতে এই ক’টা কথাই বলতে শোনা যেন কপিল আর সচিনকে। ধোনিরও তেমন সাফল্যের রহস্য, দিনে নাকি ৫ লিটার দুধ খেতেন তিনি! বেশ আশ্চর্যের গল্প। কিন্তু এই গল্পই এক সময় রটে যায় প্রবলভাবে। আর তাতে বিশ্বাসও করেছেন অনেকে। এক অনুষ্ঠানে ধোনি হাসি মুখে তাঁকে ঘিরে প্রথম রটনাটা ভেঙে দিয়েছেন। বলেছেন, “আমি সারা দিন ধরে খুব বেশি হলে এক লিটার দুধ খেতাম। কিন্তু চার-পাঁচ লিটার দুধ খাওয়া কোনও মানুষের পক্ষেই সম্ভব নয়।” সত্যিই তো নায়ক যিনি হন, তাঁকে নিয়ে তৈরি গল্পের গরু একসময় যে গাছে উঠে পড়ে, এমন উদাহরণ আকছাড়।
ধোনিকে ঘিরে দ্বিতীয় গল্প আরও মারাত্মক। ধোনি নাকি খুব লস্যি খান। আর সেই লস্যি তৈরির জন্য ব্যবহার করেন ওয়াশিং মেশিন। এই রটনা শোনার পর ধোনির কী অবস্থা হয়েছিল, তা সহজেই বোঝা যাচ্ছে। নিজেই হয়তো হেসে খুন হয়েছিলেন। ওই অনুষ্ঠানে হাসতে হাসতে বলেওছেন, “আমি লস্যিই খাই না!”
বোঝো ঠেলা, যাঁকে নিয়ে গল্প, রটনা, গুজব— তিনিই কিনা হজম করতে পারছেন না। এমনই হয়। এই না হলে খেলার দুনিয়া!
Finishing off the rumour in style! 🥛 #WhistlePodu #Yellove🦁💛 @fedexmeisa pic.twitter.com/JPKTramxl7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2025