AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja: হতাশাজনক… প্রথম টেস্ট হারতেই মঞ্জরেকরের ‘টার্গেট’ স্পিনার জাডেজা

IND vs ENG, 1st Test: সফরের প্রথম টেস্টেই হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টে একাদশে বদল হতে পারে। জাডেজাকে কি নাও খেলানো হতে পারে? মঞ্জরেকরের সমালোচনার পর কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Ravindra Jadeja: হতাশাজনক... প্রথম টেস্ট হারতেই মঞ্জরেকরের 'টার্গেট' স্পিনার জাডেজা
হতাশাজনক... প্রথম টেস্ট হারতেই মঞ্জরেকরের 'টার্গেট' স্পিনার জাডেজাImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 4:06 PM
Share

কলকাতা: ফের মঞ্জরেকর বনাম জাডেজা! এ বারের প্রেক্ষিত অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে সফরের প্রথম টেস্ট। লিডসে ভারত দুরন্ত ব্যাটিং করা সত্ত্বেও হেরে গিয়েছে। পঞ্চম দিন হেডিংলে-তে ভারত বাজিমাত করতে পারত। যদি বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা পারফর্ম করতে পারতেন বল হাতে। পুরো ম্যাচে মাত্র একটাই উইকেট পেয়েছেন তিনি। পঞ্চম দিন বেন স্টোকসকে ফিরিয়েছিলেন। ১৭২ রান খরচ করেছেন বল হাতে। ব্যাট হাতে ১১ ও ২৫ নট আউট। তার মতো অভিজ্ঞ অলরাউন্ডার কেন পারফর্ম করতে পারলেন না, সেই প্রশ্ন তুলে দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর।

জাডেজা প্রসঙ্গে মঞ্জরেকর বলেছেন, ‘প্রসিধ কৃষ্ণার মতো তরুণ পেসারের সমালোচনা করা ঠিক হবে না। ওর উন্নতির অনেক জায়গা আছে। তবে রবীন্দ্র জাডেজার ক্ষেত্রে সেটা হতেই পারে। পঞ্চম দিন পিচে ফাটল ছিল। ক্ষত তৈরি হয়েছিল। বল ঘুরছিল। ওর মতো স্পিনারের কাছে বাড়তি প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।’ ঘটনাচক্রে, জাডেজাই এই মুহূর্তে টিমের একমাত্র সিনিয়র প্লেয়ার। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা সরে গিয়েছে টেস্ট ফর্ম্যাট থেকে। প্রথম টেস্টের পারফরম্যান্সের পর জাডেজার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

মঞ্জরেকরের সোজা কথা, ‘টিমে যদি অভিজ্ঞ বোলার বা ব্যাটার থাকে, কঠিন পরিস্থিতি তাদের কাছে দল বাড়তি কিছু প্রত্যাশা করবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু জাডেজার মতো ক্রিকেটার খুব হতাশ করেছে। পেসাররা কার্যত পিচ থেকে কোনও সাহায্য পাচ্ছিল না। কিন্তু স্পিনার হিসেবে পিচ থেকে একমাত্র সাহায্য পেতে পারত স্পিনার।’

সফরের প্রথম টেস্টেই হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টে একাদশে বদল হতে পারে। জাডেজাকে কি নাও খেলানো হতে পারে? মঞ্জরেকরের সমালোচনার পর কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।