AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanju Samson: গত ২ বছর ধরে… টানা পাঁচ ছক্কার রহস্যভেদ করলেন সঞ্জু স্যামসন

IND vs BAN: হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমে ৪৭ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন সঞ্জু স্যামসন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে তাঁর ৫ বলে ৫ ছক্কার রহস্য কী?

Sanju Samson: গত ২ বছর ধরে... টানা পাঁচ ছক্কার রহস্যভেদ করলেন সঞ্জু স্যামসন
Sanju Samson: গত ২ বছর ধরে... টানা পাঁচ ছক্কার রহস্যভেদ করলেন সঞ্জু স্যামসন Image Credit: PTI
| Updated on: Oct 13, 2024 | 1:50 PM
Share

কলকাতা: সঞ্জু স্যামসন (Sanju Samson) আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এলেই স্নায়ুর চাপে ভোগেন। এই অপবাদ তাঁকে অনেক সময় বয়ে বেড়াতে হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T20) ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সঞ্জু সমালোচকদের কড়া জবাব দিলেন। মুখে বলার থেকে ব্যাটে তাণ্ডব চালানোই শ্রেয় মনে করেছেন কেরালার উইকেটকিপার ব্যাটার। তাঁর সেঞ্চুরি নিয়ে আলোচনার পাশাপাশি চর্চা চলছে এক ওভারে টানা ৫ ছক্কা নিয়ে। শান্তদের বিরুদ্ধে দশম ওভারে সঞ্জু পরপর ৫টি ছয় মারেন। আর তাঁর এই পাঁচ বলে পাঁচ ছক্কার রহস্যভেদ তিনি নিজেই করেছেন।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমে ৪৭ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন সঞ্জু। অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে তাঁর ৫ বলে ৫ ছক্কার রহস্য কী? বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দশম ওভারে টানা ৫টি ছয় মেরে মনে মনে সঞ্জু বেশ তৃপ্ত বোধ করছিলেন। সে কথা ম্যাচ শেষে জানান তিনি।

ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর দেশের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে প্রশ্ন করেন তাঁর আগ্রাসনের নেপথ্যে রয়েছে কী? সঞ্জু বলেন, ‘গত দুটো বছর ধরে আমি এক ওভারে ৬টা ছয় মারার কথা ভাবছিলাম। সেই মতো আমি আমার মেন্টর রাইফি গোমেজের সঙ্গে কাজও করেছি। নিজে নিজেকে বার বার বুঝিয়েছি চার-পাঁচটা ছয় এক ওভারে মারা সম্ভব। এবং আমাকেও তেমন কিছু করতে হবে। আমি সেই মতো অনুশীলন করেছি। এবং সেটা করতে পারলে কেমন হবে, তা কল্পনা করেছি। আজ সেটা করতে পেরে দারুণ লাগছে।’

উপ্পলে সেঞ্চুরি করার পর মাসল দেখিয়ে সেলিব্রেশন করেন সঞ্জু স্যামসম। ম্যাচের শেষে জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জু তা নিয়ে জানান, তাঁর খুশি প্রকাশ করার একটা ধরণ ওই ভাবে মাসল দেখিয়ে সেলিব্রেশন করা।