Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: দেশের হয়ে টি-টোয়েন্টি ভবিষ্যৎ? পরিষ্কার করলেন রোহিত শর্মা

India vs Sri Lanka: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই বলেছিলেন বোর্ডের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা। তাঁকে পাল্টা প্রশ্ন করা হয়, বাকিরাও তো বিশ্বকাপে খেলেছেন, এই তিন জনেরই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কেন? তাহলে কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে?

Rohit Sharma: দেশের হয়ে টি-টোয়েন্টি ভবিষ্যৎ? পরিষ্কার করলেন রোহিত শর্মা
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 10:26 PM

গুয়াহাটি : রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের টি-টোয়েন্টি ভবিষ্যৎ কী? প্রশ্ন ওঠাই স্বাভাবিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্য়ান্ড সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। স্কোয়াডে রাখা হয়নি এই ত্রয়ীকে। বলা হয়েছিল, তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই বলেছিলেন বোর্ডের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা। তাঁকে পাল্টা প্রশ্ন করা হয়, বাকিরাও তো বিশ্বকাপে খেলেছেন, এই তিন জনেরই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কেন? তাহলে কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে? নির্বাচন কমিটির প্রধান এ বিষয়ে কোনও মন্তব্য় করেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ভবিষ্যৎ পরিষ্কার করলেন রোহিত শর্মা। কী বললেন অধিনায়ক? বিস্তারিত TV9Bangla-য়।

চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলেননি রোহিত। বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। বাদ পড়েছিলেন লোকেশ রাহুল। গত দুটি টি-টোয়েন্টি সিরিজেই নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি ভবিষ্যৎ প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘অতীতেও পরিষ্কার করা হয়েছিল, এ বছর ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সুতরাং, দলের কয়েকজন সদস্যের জন্য় সব ফরম্য়াটে খেলা সম্ভব হবে না। টানা সূচি রয়েছে। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, কয়েকজন প্লেয়ারকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার। আমিও এই তালিকায় পড়ি। আমাদের ৬টি টি-টোয়েন্টি ছিল। তিনটি হয়ে গিয়েছে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি রয়েছে। সুতরাং, আমরা সে সময় কয়েকজনের ওয়ার্কলোডের বিষয়টি ভেবে দেখব। আইপিএলের পর আবার নতুন করে পর্যালোচনা হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্য়াটিং হোক বা বোলিং, যে কোনও দলের জন্যই পাওয়ার প্লে খুবই জরুরি। রোহিত, রাহুল, কোহলিদের পাওয়ার প্লে ব্য়াটিং নিয়ে ধারাবাহিক প্রশ্ন উঠেছে। এশিয়া কাপ হোক কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, পাওয়ার প্লেতে ভরসা দিতে ব্য়র্থ ওপেনাররা। রোহিতের ক্ষেত্রে মনে করা হচ্ছে, আইপিএলে নিজের পারফরম্য়ান্স দেখে তবেই দেশের হয়ে এই ফরম্য়াটে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিরাট কোহলির ক্ষেত্রেও বিষয়টা হয়তো একই। লোকেশ রাহুলকে যে বাদ দেওয়া হয়েছিল, এ বিষয়ে অনেকটাই নিশ্চিত থাকা যায়। ওয়ান ডে এবং টেস্টে রোহিতের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয় রোহিতকে। সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এখনই বলা কঠিন। আমাদের সকলের নজরে এখন ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ম্যাচও রয়েছে সামনে। দেখা যাক, কী হয়।’