India vs Bangladesh: ‘আমাদের সব বিভাগই ভালো’, ভারতের বিরুদ্ধে নামার আগে হুঁশিয়ারি বাংলাদেশের!

ICC Champions Trophy 2025: সিরিজ শুরুর আগে নানা হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ। কার্যক্ষেত্রে নাস্তানাবুদ হয়েছিল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও গর্জন। কী বলছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত?

India vs Bangladesh: আমাদের সব বিভাগই ভালো, ভারতের বিরুদ্ধে নামার আগে হুঁশিয়ারি বাংলাদেশের!
Image Credit source: PTI

Feb 19, 2025 | 8:36 PM

বাংলাদেশের হুঙ্কার জারি। সেটা ক্রিকেট মাঠে নামার আগেও। শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইতে কাল বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত। গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। টেস্ট-টি টোয়েন্টি দুই সিরিজেই ভারতের একপেশে জয়। যদিও সিরিজ শুরুর আগে নানা হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ। কার্যক্ষেত্রে নাস্তানাবুদ হয়েছিল টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও গর্জন। কী বলছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত?

ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরুর আগে আগ্রাসী মেজাজেই বাংলাদেশ ক্য়াপ্টেন। ভারতের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে বলছেন, ‘আমি মনে করি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই আমরা দুর্দান্ত খেলছি। গত কয়েক বছর ধরেই এই ফরম্যাটে আমরা অনবদ্য খেলেছি। আমাদের দল খুবই শক্তিশালী। এখানকার পরিবেশ-পরিস্থিতিও আমাদের কাছে আদর্শ। প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী। কালকের ম্যাচে সেরা কিছুই হবে।’

বড় মঞ্চে বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি স্কোয়াডে নেই। তেমনই ফর্মের কারণে বাদ পড়েছিলেন লিটন দাসও। কিন্তু ঘরোয়া ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করছিলেন লিটন। তাঁকে স্কোয়াডে যোগ করার যথেষ্ট সুযোগ ছিল। বাংলাদেশ অবশ্য তা করেনি। ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে থাকায় তাদের সুযোগ আরও বেশি বলেও মনে করেন বাংলাদেশ ক্যাপ্টেন।

নাজমুল হোসেন শান্ত যোগ করেন, ‘প্রতিযোগিতায় আটটি শক্তিশালী দল খেলছে। আর ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের ভালো স্মৃতিও রয়েছে। সম্প্রতি আমরা জিতেওছি। গত বছর ভারতের বিরুদ্ধে খেলেছি। সেখানেও কিছু ভালো স্মৃতি রয়েছে। তবে এখন সবটাই অতীত। আমাদের এই ম্যাচটায় ভালো পারফর্ম করতে হবে। পরিকল্পনা প্রস্তুত, মাঠে সেগুলোর বাস্তবায়ন করতে পারলে আকর্ষণীয় একটা ম্যাচ হবে।’