AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: ‘ঝুঁকি নিলেই শিখবে ‘লখনউয়ের কোন প্লেয়ারের উদ্দেশ্য এমনটা বললেন মেন্টর গম্ভীর?

মরসুম শুরুর আগে মেন্টর গৌতি লখনউয়ের অধিনায়কের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, তাঁর কাছ থেকে তিনি কী চাইছেন।

IPL 2022: 'ঝুঁকি নিলেই শিখবে 'লখনউয়ের কোন প্লেয়ারের উদ্দেশ্য এমনটা বললেন মেন্টর গম্ভীর?
IPL 2022: 'ঝুঁকি নিলেই শিখবে 'লখনউয়ের কোন প্লেয়ারের উদ্দেশ্য এমনটা বললেন মেন্টর গম্ভীর?
| Edited By: | Updated on: Mar 23, 2022 | 4:15 PM
Share

লখনউ: আর মাত্র ২টো দিন পরই শুরু হতে চলেছে এ বারের আইপিএল (IPL)। আসন্ন আইপিএলে প্রথম বার খেলতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। যে দলের মেন্টরের দায়িত্বে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে দু’বার চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মরসুম শুরুর আগে তিনি লখনউয়ের অধিনায়কের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, তাঁর কাছ থেকে তিনি কী চাইছেন। লখনউয়ের ক্যাপ্টেন্সির ব্যাটন রয়েছে লোকেশ রাহুলের (KL Rahul) হাতে। তবে ব্যাটার লোকেশ রাহুলকে চাইছেন মেন্টর গৌতি, যিনি দলকে নেতৃত্বও দিতে পারবেন। এমনটাই জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি গম্ভীরের মতে, ফল নিয়ে বেশি না ভেবে রাহুলকে ঝুঁকিও নিতে হবে।

লখনউয়ের মেন্টর গৌতম রাহুলের উদ্দেশ্যে বলেন, “দলের নেতা যে হবে সেই প্রকৃত পক্ষে দলের পতাকাবাহক। এক্ষেত্রে রাহুলই মাঠে এবং মাঠের বাইরে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবে। আমি চাই রাহুলকে একজন ব্যাটার হিসেবে, যে দলকে নেতৃত্বও দিতে পারে। আমি চাই না অধিনায়ক রাহুলকে, যে নেতৃত্ব দিতে পারে। আশা করি আমি পার্থক্যটা কোথায় বোঝাতে পেরেছি।”

ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্যও রাহুলকে উৎসাহিত করছেন গৌতি। তাঁর কথায়, “যে কোনও অধিনায়ক ঝুঁকি নেওয়া থেকেই শিখতে পারে। আমি চাই রাহুল ঝুঁকি নিক এবং ওকে কিন্তু হিসেব করে ঝুঁকি নিতে হবে। কারণ তুমি কিন্তু জানো না সফল হবে কি হবে না। এ বার কুইন্টন ডি ‘ক আমাদের উইকেটকিপার। যার ফলে ওকে (রাহুলকে) উইকেটকিপিংয়ের দায়িত্বটা সামলাতে হবে না। ও পুরো স্বাধীনতা পাবে নিজের ব্যাটিং ও নেতৃত্বে মনোযোগ দেওয়ার জন্য।”

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হলেন লোকেশ রাহুল। তাঁকে ভারতের ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে। এমনটাই মত ক্রিকেটমহলের। ফলে বিশেষজ্ঞমহল থেকে বলা হচ্ছে, আইপিএলের মঞ্চে সফল নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা করতে পারেন রাহুল। গৌতি এ ব্যাপারে বলেছেন, “একটা জিনিস বুঝতে হবে, ভারতের ভবিষ্যতের অধিনায়ক হতে পারা নিয়ে কথা বলা এবং সত্যি সত্যি ভারতের নেতা হিসেবে যোগ দেওয়াটা কিন্তু আলাদা। আমি মনে করি, জাতীয় দলের দিকে তাকিয়ে আইপিএলে খেলার মানে হয় না। আইপিএল এমন একটা মঞ্চ, যেখানে প্রত্যেকে নিজেদের প্রতিভা দেখাতে পারে। একজন এখান থেকে নেতা হিসেবে উঠে আসতে পার কিন্তু এতে কোনও গ্যারান্টি নেই যে আইপিএলে ভালো খেলে তুমি ভারতের অধিনায়ক হতে পারবে।”

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে ড্রাফ্টিংয়ে নিয়েছিল লখনউ। নিলাম শেষে ২১ জনের দল গড়েছে টিম লখনউ।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।