ICC Champions Trophy 2025: ভারতের ‘না’-তে বিপাকে ICC, পাকিস্তানে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান

Nov 10, 2024 | 11:47 AM

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। সেই মতো ১১ নভেম্বর, সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০০ দিন বাকি উপলক্ষ্যে লাহোরে একটি অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল।

ICC Champions Trophy 2025: ভারতের না-তে বিপাকে ICC, পাকিস্তানে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান
ICC Champions Trophy 2025: ভারতের 'না'-তে বিপাকে ICC, পাকিস্তানে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান
Image Credit source: X

Follow Us

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হঠাৎ করেই বিপাকে আইসিসি। আরও পরিষ্কার করে বললে ভারতের ‘না’ এর জন্যই চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিষয়টা পরিষ্কার করা যাক। বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) খেলার জন্য পাকিস্তানে যাবে না ভারতীয় টিম। একইসঙ্গে সূচি নিয়ে এক জটিলতা তৈরি হয়েছে। যে কারণে এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত এক অনুষ্ঠান বাতিল করল আইসিসি। এই অনুষ্ঠানটি পাকিস্তানে হওয়ার কথা ছিল।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে আইসিসির এক কর্তা বলেছেন, ‘এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত নয়। আয়োজক দেশ পাকিস্তান এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে টুর্নামেন্টের সূচি নিয়ে আইসিসির আলোচনা চলছে। একবার তা চূড়ান্ত হলে নির্দিষ্ট পদ্ধতি মেনে তা প্রকাশ করা হবে।’

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। সেই মতো ১১ নভেম্বর, সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০০ দিন বাকি উপলক্ষ্যে লাহোরে একটি অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আইসিসি তা বাতিল করেছে। যদিও এই অনুষ্ঠান বাতিলের আসল কারণ কিছু জানানো হয়নি। ক্রিকেট মহল বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যেহেতু মৌখিক ভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে যে, ভারতীয় ক্রিকেট টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে পাঠানো হবে না, তাই আপাতত বিপাকে পড়েছে আইসিসি। এই পরিস্থিতিতে ভারতের জন্য হাইব্রিড মডেলে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি করার একটা প্রসঙ্গও উঠছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যে ভারতীয় টিম আসবে না, তা নিয়ে পিসিবিকে কিছু জানানো হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবস্থান খবুই পরিষ্কার। কোনও দেশ যদি পাকিস্তানে দল পাঠাতে না চায়, তা হলে লিখিত ভাবে নির্দিষ্ট কারণ আয়োজককেও জানতে হবে। এখনও পর্যন্ত হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কোনওরকম কথা বলেনি। আমরা এটা নিয়ে কথা বলতে চাই।’

Next Article