
ম্যাচের আগে নানা হুঙ্কারই দিয়েছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ভারত অবশ্য শুরুতেই চাপে ফেলেছিল বাংলাদেশকে। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ ক্য়াপ্টেন নাজমুল হাসান শান্ত। এরপর পাওয়ার প্লে-তে পাওয়ারফুল বোলিং ভারতের। মহম্মদ সামি, হর্ষিত রানা এবং অক্ষর প্য়াটেলর সৌজন্যে ৩৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। জোড়া ক্যাচ এবং একটি স্টাম্পিং মিস না হলে বাংলাদেশ ২০০ অবধি পৌঁছতে পারত কি না সন্দেহ। বাংলাদেশ ক্যাপ্টেন অবশ্য হারের কারণ খুঁজে নিয়েছেন।
ষষ্ঠ উইকেটে বাংলাদেশের জাকের আলি ও তৌহিদ হৃদয় অনবদ্য জুটি গড়ে। ১৫৪ রানের সেই জুটির সৌজন্য়েই ভদ্রস্ত স্কোর গড়ে বাংলাদেশ। শেষ অবধি ২২৮ রানে অলআউট। ম্যাচ শেষে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পাওয়ার প্লে-তে আমাদের ব্য়াটিং, সেটাই প্রাথমিক ভাবে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। যদিও আমাদের লোয়ার অর্ডার দুর্দান্ত পারফর্ম করেছে। জাকের আলি ও তৌহিদ অনবদ্য।’
হারের কারণ তাহলে কি? বাংলাদেশ ক্যাপ্টেন আরও যোগ করেন, ‘ফিল্ডিংয়ে আমরা বেশ কিছু ভুল করেছি। ক্যাচ ফেলেছি, রানআউট মিস হয়েছে। আমরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে রেজাল্ট অন্য হতেই পারত।’ হারের কারণের অবশ্য এখানেই শেষ নয়। আরও যোগ করেন, ‘এরকম পিচে যেখানে স্পিনাররা সহযোগিতা পাচ্ছে, জাকের ও হৃদয় খুবই ভালো ব্যাট করেছে। আমরা স্পিনার কম খেলিয়েছি, তা নয়। মাহমুদুল্লার চোট ছিল। তাই খেলাতে পারিনি। তবে আমাদের পেসাররা শুরুতে ভালো বল করতে পারেনি। শুরুতেই কয়েকটা উইকেট নিতে পারলে রেজাল্ট অন্য হতেই পারত।’