MS Dhoni: ট্রফির প্রত্যাশা, ভারত-পাকিস্তান ম্যাচে মজে মহেন্দ্র সিং ধোনি

India vs Pakistan in Champions Trophy 2025: দুবাইয়ে ম্যাচ। টস জিতে ব্য়াটিং নিয়েছে পাকিস্তান। শুরুটা দুর্দান্ত হলেও জোড়া উইকেট হারানোর পরই চাপে পড়ে পাকিস্তান। টেলিভিশনের সামনে টিমকে চিয়ার করছেন মহেন্দ্র সিং ধোনি।

MS Dhoni: ট্রফির প্রত্যাশা, ভারত-পাকিস্তান ম্যাচে মজে মহেন্দ্র সিং ধোনি
Image Credit source: ScreenGrab

Feb 23, 2025 | 4:25 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তেজনায় ফুটছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুলও ঘামছিলেন! চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারের একটি বিজ্ঞাপনে সেই রূপও দেখা গিয়েছিল। তবে শুধু বিজ্ঞাপনী প্রচার নয়। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনায় আদতেই ভুগছেন ক্যাপ্টেন কুল। দুবাইয়ে ম্যাচ। টস জিতে ব্য়াটিং নিয়েছে পাকিস্তান। শুরুটা দুর্দান্ত হলেও জোড়া উইকেট হারানোর পরই চাপে পড়ে পাকিস্তান। টেলিভিশনের সামনে টিমকে চিয়ার করছেন মহেন্দ্র সিং ধোনি।

শেষ বার ২০১৭ সালে হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। বিরাট কোহলির নেতৃত্বে সে বার রানার্স হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শেষ খেতাব ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই। ২০২৪-এর আগে অবধি সেটিই ছিল ভারতের শেষ আইসিসি ট্রফি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন রোহিত শর্মারা। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রত্যাশা।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে খেলছেন সামি। আগামী আইপিএলেও খেলেবেন। চেন্নাই সুপার কিংস এ বার তাঁকে ‘আনক্যাপড’ প্লেয়ার হিসেবে রিটেন করেছে। চেন্নাই সুপার কিংসের জার্সি পরেই অনেকের সঙ্গে মিলে ভারত-পাকিস্তান ম্যাচ দেখছেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে রয়েছেন সানি দেওলের মতো বলিউড তারকাও। তাঁরা ম্যাচ দেখতে পারেন, এমন একটা জল্পনা ছিলই। তবে সমর্থকরা নিশ্চিত হতে পারছিলেন না। আর ধোনির সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল।