আট টিমের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পথে। দুবাইতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। (ছবি-পিটিআই)
আজ ৫ মার্চ লাহোরে মিনি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে মুখোমুখি মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড এবং তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।(ছবি-পিটিআই)
ফাইনালের আগে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নজির হয়েছে। আর সেটি ছক্কার। টুর্নামেন্টের এক সংস্করণে সবচেয়ে বেশি ১১৫টি ছয় মেরেছেন ক্রিকেটাররা।(ছবি-পিটিআই)
এর আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে ১৫টি ম্যাচে ক্রিকেটাররা মেরেছিলেন ১১৩টি ছয়। (ছবি-পিটিআই)
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি ১১টি ম্যাচ হয়েছে। আর তাতেই ২০১৭ সালের ছক্কার রেকর্ড ভেঙে গিয়েছে।(ছবি-পিটিআই)
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালের পর দেখলে সবচেয়ে বেশি ছয় মেরেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। মিনি বিশ্বকাপে আফগানরা মেরেছেন ২৩টি ছয়। (ছবি-পিটিআই)
আফগানদের পর এই তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মেন ইন ব্লু এবং অস্ট্রেলিয়া। দুটো টিমের ক্রিকেটাররা এখনও অবধি টুর্নামেন্টে ১৯টি করে ছয় মেরেছেন। (ছবি-পিটিআই)
২০০৯-১০ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ১৫টি ম্যাচে ৯২টি ছয় মেরেছিলেন ক্রিকেটাররা। (ছবি-পিটিআই)