Shubman Gill: আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি, কী বলছেন শুভমন গিল?

India vs Bangladesh in Champions Trophy 2025: বল পুরনো হওয়ায় সমস্যায় পড়েন। শিশিরও পড়েনি। এমন পরিস্থিতিতে ক্রিজে পড়ে থেকে বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স। আইসিসি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি। ম্যাচের সেরার পুরস্কারও শুভমনেরই। কী বলছেন ভারতের ভাইস ক্যাপ্টেন?

Shubman Gill: আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি, কী বলছেন শুভমন গিল?
Image Credit source: PTI

Feb 20, 2025 | 11:14 PM

ছন্দটা ছিলই। তবে দুবাইয়ের কঠিন পিচে তা ধরে রাখার চ্যালেঞ্জ আরও শক্ত। মন্থর পিচ। বল থমকে আসছে। বোর্ডে টার্গেট ২২৯। সেটাই মনে হচ্ছিল ২৫০ প্লাস। যদিও রোহিত শর্মা ও শুভমন গিল জুটি যখন ব্যাটিংয়ে আসেন, এমনটা মনে হয়নি। দু-দিক থেকেই বাউন্ডারি আসছিল। রোহিত ফিরতেই খেলা স্লো হয়। বল পুরনো হওয়ায় সমস্যায় পড়েন। শিশিরও পড়েনি। এমন পরিস্থিতিতে ক্রিজে পড়ে থেকে বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স। আইসিসি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি। ম্যাচের সেরার পুরস্কারও শুভমনেরই। কী বলছেন ভারতের ভাইস ক্যাপ্টেন?

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন ওডিআইতে ভারতের ভাইস ক্যাপ্টেন। সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। দুবাইতে আরও একটা সেঞ্চুরি হলেও নিঃসন্দেহে স্পেশাল। কেরিয়ারের অষ্টম ওডিআই সেঞ্চুরি শুভমনের। তবে আইসিসি-র ইভেন্টে প্রথম। ম্যাচের সেরা শুভমন বলেন, ‘অন্যতম তৃপ্তির ইনিংস। বল ঠিকঠাক ব্য়াটে আসছিল না। রোহিত ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। পেসারদের বিরুদ্ধেও ক্রিজ ছেড়ে খেলার চেষ্টা করছিলাম। তেমনই বিরাট ভাইয়ের সঙ্গে যখন পার্টনারশিপের চেষ্টা করি, আলোচনা চলছিল স্পিনারদের বিরুদ্ধে ফ্রন্টফুটে সিঙ্গল বের করা কঠিন। ব্যাকফুটে খেলার চেষ্টা করেছি।’

রোহিত আউট হওয়ায় বাড়তি দায়িত্ব ছিল একদিক আগলে রাখার। সেই কাজটা করতে পেরেছেন শুভমন। ভারতের জয়ের নায়ক আরও বলেন, ‘মাঝে একটু চাপ ছিল। ফাইনালি আমরা যুদ্ধ জিতেছি। ড্রেসিংরুম থেকে বার্তা এসেছিল, একজনকে অন্তত শেষ অবধি একটা দিক আগলে রাখতে হবে। প্রথম ছয়টা মারার একটু আত্মবিশ্বাস পাই। আর দ্বিতীয় ছয়টা আমাকে সেঞ্চুরির কাছে পৌঁছে দেয়। ফলে দুটো ছয়ই সন্তুষ্টির।’ রবিবার ভারত-পাক মহারণ। শুভমনের ব্যাট এ ভাবেই জ্বলে উঠুক, ভারতীয় ক্রিকেট প্রেমীদের সেটাই প্রার্থনা।