Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ কবে? জানা গেল…

India vs Pakistan: ৮ দলীয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাক ম্যাচ নিয়েই। গত কয়েক বছরে আইসিসির সব টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। দুই দেশের ম্যাচ ঘিরে প্রবল উন্মাদলা থাকে বলেই এমনটা করা হয়। এ ক্ষেত্রেও তাই হবে।

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ কবে? জানা গেল...
ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ কবে? জানা গেল...Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2024 | 7:05 PM

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) সমঝোতা সূত্র বেরিয়েছে। আয়োজক পাকিস্তানই। তবে ভারত খেলতে যাবে না ওই দেশে। যা জানা যাচ্ছে, দুবাই বা অন্য় কোনও নিরপেক্ষ ভেনুতে হবে ভারতের যাবতীয় ম্যাচ। এমনকি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি কিংবা ফাইনালে উঠলেও, তা হবে নিরপেক্ষ ভেনুতেই। সূচি প্রকাশ যে কোনও দিন হতে পারে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির আগাম আঁচ পাওয়া যাচ্ছে। ৮ দলীয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাক ম্যাচ নিয়েই। গত কয়েক বছরে আইসিসির সব টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। দুই দেশের ম্যাচ ঘিরে প্রবল উন্মাদলা থাকে বলেই এমনটা করা হয়। এ ক্ষেত্রেও তাই হবে। ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের দিনক্ষণ জানা গেল।

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাভাবিক ভাবেই উদ্বোধনী ম্যাচে খেলবে পাকিস্তান। রেভসস্পোর্টসের খবর অনুযায়ী, করাচিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। রোহিত শর্মার ভারত নামবে পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। আর ভারত-পাক ম্যাচ হবে ২ দিন পর অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ লিগে ভারতের তৃতীয় ও ম্যাচ ২ মার্চ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে, রাওয়ালপিণ্ডিতে। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। এই গ্রুপের যাবতীয় ম্যাচ হবে পাকিস্তানের মাটিতেই।

প্রথম সেমিফাইনাল ৪ মার্চ। দ্বিতীয় সেমিফাইনাল পরদিন, ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। ভারতের কথা ভেবে তিনটে ম্যাচই আইসিসি নিরপেক্ষ ভেনুতে রেখেছে। বৃষ্টির কথা ভেবে ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে-ও।