AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2025: বিশ্বকাপের দিন ঘোষণা; চিন্নাস্বামীতে উদ্বোধন, এক গ্রুপে থাকলেও কলম্বোতে ভারত-পাক ম্যাচ!

ICC Women’s World Cups: একই সঙ্গে আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণও ঘোষণা করে দিল আইসিসি। ১২ জুন এজবাস্টেনে শুরু হবে বিশ্বকাপ। ইংল্যান্ডই খেলবে উদ্বোধনী ম্যাচ। ৫ জুলাই লর্ডসে ফাইনাল ম্যাচ। ওভালে হবে দুটো সেমিফাইনাল।

ICC World Cup 2025: বিশ্বকাপের দিন ঘোষণা; চিন্নাস্বামীতে উদ্বোধন, এক গ্রুপে থাকলেও কলম্বোতে ভারত-পাক ম্যাচ!
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jun 02, 2025 | 8:23 PM
Share

কলকাতা: ভারত-পাকিস্তান সম্পর্কের জের যে পড়বে, জানাই ছিল। হলও তাই। চলতি বছর ভারতে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা। তা হচ্ছেও। কিন্তু পুরনো চুক্তি অনুযায়ী ভারতে পা রাখবেন না পাকিস্তানের মেয়েরা। পাকিস্তান টিম তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতে। বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা করেনি আইসিসি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সূচি ঘোষণা করে দিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। একই সঙ্গে আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণও ঘোষণা করে দিল আইসিসি। ১২ জুন এজবাস্টেনে শুরু হবে বিশ্বকাপ। ইংল্যান্ডই খেলবে উদ্বোধনী ম্যাচ। ৫ জুলাই লর্ডসে ফাইনাল ম্যাচ। ওভালে হবে দুটো সেমিফাইনাল।

ভারতের যে স্টেডিয়ামে দেখা যাবে মেয়েদের বিশ্বকাপ

চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

এসিএ স্টেডিয়াম, গুয়াহাটি

হোলকার স্টেডিয়াম, ইন্দোর

এসিএ-ভিডিসিএ, বিশাখাপত্তনম

এবং

প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন তারকা ক্রিকেটাররা। তবে লড়াই যে কঠিন হবে, সন্দেহ নেই। বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে ভারত। প্রথম সেমিফাইনাল, ২৯ অক্টোবর। দ্বিতীয় সেমিফাইনাল, ৩০ অক্টোবর। ফাইনাল ২ নভেম্বর । একমাসেরও বেশি সময় ধরা চলা এই টুর্নামেন্টে ভারতের মাটিতে চারটে ভেনুতে খেলা হবে। গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম অন্য তিনটে ভেনু। শ্রীলঙ্কাও এই বিশ্বকাপের আয়োজক। প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ওই পর্বের সব ম্যাচ।

যে ম্যাচ নজরে

বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর

প্রথম সেমিফাইনাল, ২৯ অক্টোবর

দ্বিতীয় সেমিফাইনাল, ৩০ অক্টোবর

ফাইনাল ২ নভেম্বর

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়া সত্ত্বেও ওই সময় ওয়াঘার ওপারে পা রাখেনি ভারত। সেই সময়ই একটি অলিখিত চুক্তি হয়। ভারত কোনও টুর্নামেন্টের আয়োজক হলে, পাকিস্তানও তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ কোনও ভেনুতে। সেই চুক্তি মতোই কলম্বোতে গ্রুপ লিগের যাবতীয় ম্যাচ খেলবেন পাকিস্তানের মেয়েরা। তারা যদি সেমি বা ফাইনালে ওঠে, তা হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত-পাকিস্তান এক গ্রুপে থাকলে ওই ম্যাচ খেলার জন্য কলম্বোতে যেতে হবে ভারতীয় টিমকে। পাকিস্তান যদি না নকআউটে না ওঠে তা হলে ভারতের মাটিতে হবে সেমি ও ফাইনাল। উদ্বোধনী ম্যাচ ছাড়াও চিন্নাস্বামীতে হবে সেমিফাইনাল ও ফাইনাল।

গতবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারত গত বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। তার আগের বিশ্বকাপে ফাইনাল খেলেছে ভারত। ২০১৩ সালের পর আবার বিশ্বকাপের আয়োজক ভারত।