India vs Pakistan: লাহোরে ভারতের পতাকা ওড়ানোর খেসারত! গ্রেফতার ক্রিকেটপ্রেমী
ICC Men's Champions Trophy 2025: আইসিসির ধমক খেয়ে পতাকা লাগাতে বাধ্য হয় আয়োজক দেশ। পাকিস্তানের তিনটি ভেনু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। যদিও ভারতের সব ম্যাচই দুবাইয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নানা বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সে দেশের একের পর এক ঘটনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী সব দেশের পতাকাই থাকে ম্যাচ ভেনুতে। প্রথমে অবশ্য পাকিস্তানের মাঠে অংশগ্রহণকারী ভারতের পতাকাই লাগায়নি আয়োজকরা। আইসিসির ধমক খেয়ে পতাকা লাগাতে বাধ্য হয় আয়োজক দেশ। পাকিস্তানের তিনটি ভেনু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। যদিও ভারতের সব ম্যাচই দুবাইয়ে। প্রথমে করাচিতে নিউজিল্যান্ড এবং দুবাইয়ে ভারতের কাছে হার আয়োজক পাকিস্তানের। টুর্নামেন্টে ইতিমধ্যেই তাদের বিদায় হয়ে গিয়েছে। বিতর্ক অবশ্য থামেনি।
দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং বিরাট কোহলির সেঞ্চুরির উৎসবে মেতেছিল পাকিস্তানের ক্রিকেট প্রেমীরাও। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এক ম্যাচে দেখা যায় এক ক্রিকেট প্রেমী ভারতের পতাকা ওড়াচ্ছেন। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল। চোখে পড়তেই তাঁকে কলার ধরে সরিয়ে নিয়ে যায় নিরাপত্তাকর্মীরা। স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল। পাকিস্তানের গ্যালারিতে ভারতের পতাকা ওড়ানোয় সেই ক্রিকেট প্রেমীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের। রুদ্ধশ্বাস সেই ম্যাচের ভুল করে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের সময় বেজে উঠেছিল ‘ভারত ভাগ্য বিধাতা’। কিন্তু পাকিস্তানের অন্য ঘটনায় ছি ছি পড়েছে। একজন ক্রিকেট প্রেমী ভারতের পতাকা ওড়ানোয় তাঁকে গ্রেফতার!
View this post on Instagram
