Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Best XI: আইসিসির বাইশের সেরা টি-টোয়েন্টি একাদশ, কোহলি ছাড়াও রয়েছেন ভারতের দু-জন

ICC Men's T20I Team of the Year 2022: ইয়ন মর্গ্যানের থেকে পাকাপাকিভাবে সাদা বলের দায়িত্ব নিয়েই জস বাটলার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। আইসিসিও সেরা একাদশের অধিনায়ক করেছে জস বাটলারকেই।

ICC Best XI: আইসিসির বাইশের সেরা টি-টোয়েন্টি একাদশ, কোহলি ছাড়াও রয়েছেন ভারতের দু-জন
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2023 | 5:33 PM

দুবাই : পুরুষদের ক্রিকেটে ২০২২ সালের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। বিরাট কোহলি ছাড়াও একাদশে রয়েছেন ভারতের আরও দুই ক্রিকেটার। গত মরসুমে অনবদ্য ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। প্রত্যাশিতভাবেই সেরা একাদশে রয়েছেন সূর্যও। সেরা দলের অধিনায়ক করা হয়েছে জস বাটলারকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ইয়ন মর্গ্যানের থেকে পাকাপাকিভাবে সাদা বলের দায়িত্ব নিয়েই জস বাটলার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। আইসিসিও সেরা একাদশের অধিনায়ক করেছে জস বাটলারকেই। উইকেটরক্ষকও তিনিই। বাটলার বিশ্বকাপ জেতার পাশাপাশি ব্যাট হাতেও অনবদ্য ছিলেন এই ফরম্য়াটে। আর কারা রয়েছেন, বিস্তারিত TV9Bangla-য়।

ভারতীয়দের মধ্যে আইসিসি-র সেরা একাদশে রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। বাইশের শুরু থেকে অবশ্য হতাশায় কাটছিল বিরাট কোহলির। বেশ কিছু ভালো ইনিংস খেললেও তাঁর ব্যাটে তিন অঙ্কের রান আসছিল না। গত বছর ইংল্য়ান্ড সফরের পর দীর্ঘ বিশ্রামে যান বিরাট। এশিয়া কাপ থেকে তাঁর ব্য়াটে রানের ফুলঝুরি। এশিয়া কাপেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করেন বিরাট। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার ছিলেন। বিরাট ২৭৬ রান করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনবদ্য ছন্দে ছিলেন। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অবিশ্বাস্য ইনিংসে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। সেমিফাইনালে ভারত বিদায় নিলেও বিশ্বকাপে ২৯৬ রান করেছিলেন বিরাট।

গত বছর স্বপ্নের ফর্মে ছিলেন ভারতের মিডল অর্ডার ব্য়াটার সূর্যকুমার যাদব। বিশ্বের দ্বিতীয় ব্য়াটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্য়াটে বছরের হাজারের বেশি রানের নজির গড়েন। গত বছর মোট ১১৬৪ রান করেছিলেন সূর্য। এর মধ্যে দুটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থানও দখল করেন স্কাই। আইসিসির সেরা একাদশে ভারতের তৃতীয় সদস্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্বও দিয়েছেন। সব মিলিয়ে ৬০৭ রান এবং ২০ উইকেট নিয়েছেন ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার।

আইসিসির সেরা একাদশ-জস বাটলার (ইংল্য়ান্ড), মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবোয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), স্যাম কারান (ইংল্য়ান্ড), ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা), হ্য়ারিস রউফ (পাকিস্তান), জশ লিটল (আয়ারল্যান্ড)।