ICC World Cup: ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ! যে ভাবে হতে পারে…
ICC World Cup 2023, India vs Pakistan: ভারত ছাড়া এখনও অবধি সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার। বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ বাকি। এক ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। বাকি একটি স্থানের জন্য কঠিন লড়াই। ক্ষীণ হলেও আশা রয়েছে পাকিস্তানের। সেক্ষেত্রে তারা পয়েন্ট টেবলে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে।
কলকাতা: বিশ্বকাপে এখনও অবধি অপরাজিত ভারত। রবিবার ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের অন্যতম বিধ্বংসী দল দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আটটির মধ্যে আটটিই জয়। পয়েন্ট টেবলে শীর্ষস্থানে রয়েছে ভারত। সেখান থেকে সরার সম্ভাবনা নেই। লিগ পর্বে আর একটি ম্যাচ বাকি ভারতের। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। যদি কোনও অঘটনও হয় এবং ভারত সেই ম্যাচে হারে, তাতেও এক নম্বরেই থাকবেন রোহিত শর্মারা। আর এখানেই তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। লিগ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে আমেদাবাদে। সেমিফাইনালে ইডেনে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত ছাড়া এখনও অবধি সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার। বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ বাকি। এক ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। বাকি একটি স্থানের জন্য কঠিন লড়াই। ক্ষীণ হলেও আশা রয়েছে পাকিস্তানের। সেক্ষেত্রে তারা পয়েন্ট টেবলে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী শীর্ষ স্থানে থাকা দলের সঙ্গে খেলবে চতুর্থ স্থানে থাকা দল। শীর্ষস্থানে ভারত নিশ্চিত। পাকিস্তান যদি চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে, তাহলে ভারতের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালের সূচি অনুযায়ী ভারতের ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান হয়, সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। পাকিস্তান যদি না ওঠে এবং ভারত অন্য কোনও দলের বিরুদ্ধে খেলে সেক্ষেত্রে সেই ম্যাচ হবে ওয়াংখেড়েতে। মুম্বইতে খেলবে না পাকিস্তান। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ কলকাতায় হওয়ার সম্ভাবনা প্রবল। তার জন্য অবশ্য পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হবে।