ICC Test Rankings: সিংহাসনে ফিরলেন বুমরা, লম্বা লাফ বিরাটের; অস্ট্রেলিয়ার বুকে ভারতের ‘ট্রিপল ধামাকা’

Nov 27, 2024 | 3:51 PM

IND vs AUS: পারথ টেস্টের পর আইসিসি টেস্ট বোলারদের তালিকায় সিংহাসনে পৌঁছে গিয়েছেন যে জসপ্রীত বুমরা। দুই ধাপ উঠেছেন ভারতীয় তারকা পেসার। তাঁর পাশাপাশি ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখে হাসি চওড়া করেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি।

ICC Test Rankings: সিংহাসনে ফিরলেন বুমরা, লম্বা লাফ বিরাটের; অস্ট্রেলিয়ার বুকে ভারতের ট্রিপল ধামাকা
ICC Test Rankings: বুমরা সিংহাসনে, বিরাটের লম্বা লাফ; আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ভারতের 'ট্রিপল ধামাকা'
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশ হতেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা ট্রিপল সেলিব্রেশনে মেতেছেন। আর সেলিব্রেশন হবে নাই বা কেন! পারথ টেস্টের পর আইসিসি টেস্ট বোলারদের তালিকায় সিংহাসনে পৌঁছে গিয়েছেন যে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দুই ধাপ উঠেছেন ভারতীয় তারকা পেসার। তাঁর পাশাপাশি ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখে হাসি চওড়া করেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বিরাট কোহলি (Virat Kohli)। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় দুই ধাপ উঠেছেন যশস্বী। সেই সঙ্গে পৌঁছে গিয়েছেন ওই তালিকার দুইয়ে। আর বিরাট কোহলি তো দিয়েছেন লম্বা লাফ। আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় কত নম্বরে উঠলেন তিনি?

অস্ট্রেলিয়ার বুকে ভারতের ‘ট্রিপল ধামাকা’

পারথ টেস্টে অজিদের হারানোর নেপথ্যে ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন জসপ্রীত বুমরার বড় অবদান রয়েছে। কামিন্সদের বিরুদ্ধে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বুমরা। এ বার ফিরে পেলেন আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে না খেললেও টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় স্পিনার রবিচন্দ্রনের। এক ধাপ উঠে তিনি পৌঁছেছেন চারে। অশ্বিনের মতো পারথ টেস্টে খেলেননি রবীন্দ্র জাডেজা। তাঁর অবশ্য উন্নতি নয়, এই ব়্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। একধাপ নেমে সাতে এখন জাডেজা।

বিরাট কোহলির ব্যাটে অনেক দিন পর টেস্টে সেঞ্চুরি এসেছে। অজিদের বিরুদ্ধে পারথ টেস্টে কোহলির পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী। ৮২৫ তাঁর অর্জিত রেটিং পয়েন্ট। পারথে সেঞ্চুরির সুবাদে আইসিসি টেস্ট ক্রমতালিকায় ৯ ধাপ উঠেছেন বিরাট। ৬৮৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি রয়েছেন ১৩ নম্বরে। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে যশস্বী ছাড়া রয়েছেন ঋষভ পন্থ। ছয়ে থাকা পন্থের অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৬।

Next Article