ICC U19 World Cup: ছেলেবেলার স্বপ্নপূরণ, বিরাট দুনিয়ার পা রাখার আগে কাপ জিততে চান ভিহান মালহোত্রা!
Virat Kohli: জিম্বাবোয়ের বিরুদ্ধে যুব বিশ্বকাপে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভিহান মালহোত্রা। তাঁর এই অসাধারন ইনিংসের কারনেই ম্য়াচে ভারত তোলে ৩৫২ রান। প্রতিপক্ষকে ১৪৮ রানেই হারিয়ে দেন। ওপেনার থেকে ভিহান এখন অলরাউন্ডার। যে কোনও পজিশনেই নামতে প্রস্তুত তিনি।

কলকাতা: পাটিয়ালার এক ছোট্ট ক্রিকেট অ্যাকাডেমিতে হাতেখড়ি। মাত্র ৯ বছর বয়সে কোচ কামাল সান্ধুকে বলেছিলেন, “আমাকে বিরাট কোহলির মতো হতে হবে,আমি ওঁর সঙ্গে খেলতে চাই।” তখন হয়তো জানতেনও না, একদিন এটাই সত্যি হয়ে যাবে। আগামী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির সঙ্গেই ড্রেসিংরুম ভাগ করে নেবেন তিনি। আইপিএলের মিনি নিলাম থেকে ৩০ লক্ষ টাকায় আরসিবি তাঁকে দলে নিয়েছে। আর তার আগে সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে যুব বিশ্বকাপে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভিহান মালহোত্রা। তাঁর এই অসাধারন ইনিংসের কারনেই ম্য়াচে ভারত তোলে ৩৫২ রান। প্রতিপক্ষকে ১৪৮ রানেই হারিয়ে দেন। ওপেনার থেকে ভিহান এখন অলরাউন্ডার। যে কোনও পজিশনেই নামতে প্রস্তুত তিনি। প্রয়োজনে বল হাতে উইকেটও তুলতে পারেন। দুরন্ত ফিল্ডিংও করতে পারেন। বাংলাদেশের ম্যাচে ৪ উইকেট নেওয়ার সঙ্গে নিয়েছেন দুটি ক্যাচও। ভিহানের কোচ কামাল সান্ধুর কথায়, “আমি শুরুতেই ওকে বলেছিলাম দলে থাকতে হলে অলরাউন্ডার হতে হবে। ভিহান ব্যাটিংয়ের পর প্রতিদিন ৭-৮ ওভার বলও করে। সেই সঙ্গে মন দিয়ে ফিল্ডিংও করে।”
২০২২ সাল থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রবনীত রিকির কাছেও প্রশিক্ষণ নিয়েছেন ভিহান। ২০২৫ সালেও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। দুটি যুব টেস্টে ২৭৭ রান করে। এবং পাঁচটি যুব ওয়ানডেতে ২৪৩ রান করেন তিনি। মা পেশায় চিকিৎসক। বাবা ইঞ্জিনিয়ার। পরিবারের জন্য পড়াশোনাতেও ছিলেন সমান কৃতী। স্কুলে প্রায় সব পরীক্ষাতেই ৯৫ শতাংশ নম্বর পান। কিন্তু ক্রিকেটই ছিল তাঁর প্রথম ভালোবাসা। তাঁর সেই ভালোবাসাই তাঁকে পৌঁছে দিয়েছে বিরাট কোহলির ড্রেসিংরুম পর্যন্ত। ভিহান মালহোত্রার গল্প শুধু প্রতিভারই নয়, স্বপ্নপূরন ও কঠিন পরিশ্রমেরও। আইপিএলের দুনিয়ায় পা রাখার আগে জিততে চান যুব বিশ্বকাপ। বিরাটের মতোই।
