Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs USA: আর্শিনের অনবদ্য সেঞ্চুরি, বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক ভারতের

ICC Under-19 World Cup: বাংলাদেশ ম্যাচ জিতে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জয়। গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মুশির খান। গ্রুপের তৃতীয় ম্যাচে আর এক ভারতীয় ব্যাটারের সেঞ্চুরি। আর্শিন কুলকার্নিকে ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে। পেস বোলিং অলরাউন্ডার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০৮ রানের ইনিংস খেলেন আর্শিন। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ভারত।

India vs USA: আর্শিনের অনবদ্য সেঞ্চুরি, বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক ভারতের
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 11:10 PM

ব্লুমফন্টেন: যুব বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়। সুপার সিক্স আগেই নিশ্চিত হয়েছিল ভারতের। তবে গ্রুপ পর্বের পয়েন্ট এবং নেট রান রেট সুপার সিক্স পর্বেও ক্যারি ফরোয়ার্ড হবে। সে কারণেই একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখায় নজর ছিল ভারতের। গ্রুপের তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকেও বিশাল ব্যবধানে হারাল ভারত। তবে একটা আপশোস থাকতেই পারে, প্রতিপক্ষকে অলআউট করা যায়নি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলাদেশ ম্যাচ জিতে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জয়। গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মুশির খান। গ্রুপের তৃতীয় ম্যাচে আর এক ভারতীয় ব্যাটারের সেঞ্চুরি। আর্শিন কুলকার্নিকে ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে। পেস বোলিং অলরাউন্ডার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০৮ রানের ইনিংস খেলেন আর্শিন। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ভারত।

আর্শিনের সেঞ্চুরি ছাড়াও অনবদ্য ব্যাটিং করেন গত ম্যাচের নায়ক মুশির। ৭৬ বলে ৭৩ রানের ইনিংস মুশিরের। মিডল ও লোয়ার অর্ডারে বেশ কিছু ক্যামিও ইনিংস। ভারতের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বারবার হোঁচট খায় ভারত। প্রথম ম্যাচে বল হাতে ব্যর্থ হয়েছিলেন বাঁ হাতি পেসার নমন তিওয়ারি। টানা দু-ম্যাচে চারটি করে উইকেট নিলেন। এ দিন ৯ ওভারে ৩টি মেডেন! মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নমন তিওয়ারির।

টুর্নামেন্টের অন্যতম সেরা স্পিনার সৌম্য পান্ডে এই ম্যাচেও নজর কাড়েন। ১০ ওভারে ২টি মেডেন, ১৩ রান দিয়ে ১ উইকেট। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বাধিক ৪০ রান উৎকর্ষ শ্রীবাস্তবের।