ICC World Cup, IND vs BAN: ভারতের অনবদ্য ফিল্ডিং, ‘অভিজ্ঞতা’য় বড় টার্গেট দিল বাংলাদেশ
ICC World Cup 2023, India vs Bangladesh: অভিজ্ঞ কিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং বাংলাদেশের বহুযুদ্ধের নায়ক মাহমুদুল্লা রিয়াধ তাঁদের ইনিংসের হাল ধরেন। বুমরার বলে পয়েন্টে জাডেজার অনবদ্য ক্যাচে ফেরেন মুশফিকুর। মাহমুদুল্লা মরিয়া চেষ্টা করেন দলের স্কোর বাড়ানোর। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুল্লা। দলের ক্রাইসিস মুহূর্তে ভরসা দিলেন। শেষ ওভারে বুমরার ইয়র্কারে উইকেট ভাঙল তাঁর। ৪৬ রান করেন রিয়াধ।
পুনে: কেউ বা ব্যাটিংয়ে জেতাবেন, কেউ বা বোলিংয়ে। কিন্তু টিমের ফিল্ডিং ভালো না হলে কী হতে পারে, আগের দিন টের পেয়েছে আফগানিস্তান। আর এই ফিল্ডিংই বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে অ্যাডভান্টেজে রাখল। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথম বার বিশ্বকাপের ম্যাচ হচ্ছে। গত দু-দিন প্র্যাক্টিস করলেও কার্যত অচেনা পরিবেশ। ম্যাচের প্রথম পর্ব ভারতীয় টিমের জন্য স্বস্তি এবং অস্বস্তি দুইয়েরই কারণ হয়ে থাকল। অস্বস্তি টিম ইন্ডিয়ার প্রধান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। আর স্বস্তি, বাংলাদেশকে মাত্র ২৫৬-৮ স্কোরে আটকে রাখা। টানা চার ম্যাচ জিততে ভারতের লক্ষ্য ২৫৭ রান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মনে করা হয়েছিল, হয়তো তিনি ফিট হয়ে উঠবেন। যদিও তাঁকে পাওয়া গেল না। বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সাকিব না থাকায় শুরুতেই ব্যাকফুটে ছিল বাংলাদেশ। যদিও এই ম্যাচে ভরসা দিল বাংলাদেশের ওপেনিং জুটি। টানা ব্যর্থতার জেরে স্ক্যানারে ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। অবশেষে রানে ফিরলেন। লিটন দাস এবং তামিমের হাফসেঞ্চুরিতে ভালো জায়গায় ছিল বাংলাদেশ। পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। অভিজ্ঞতাই ঘুরে দাঁড়াতে সাহায্য করল তাদের।
অভিজ্ঞ কিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং বাংলাদেশের বহুযুদ্ধের নায়ক মাহমুদুল্লা রিয়াধ তাঁদের ইনিংসের হাল ধরেন। বুমরার বলে পয়েন্টে জাডেজার অনবদ্য ক্যাচে ফেরেন মুশফিকুর। মাহমুদুল্লা মরিয়া চেষ্টা করেন দলের স্কোর বাড়ানোর। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুল্লা। দলের ক্রাইসিস মুহূর্তে ভরসা দিলেন। শেষ ওভারে বুমরার ইয়র্কারে উইকেট ভাঙল তাঁর। ৪৬ রান করেন রিয়াধ। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাডেজা, সিরাজ এবং বুমরা দুটি করে উইকেট নেন। জাডেজাকে খেলতে রীতিমতো হিমসিম খেয়েছে বাংলাদেশ।