AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir-Virat Kohli: বিরাট ও গম্ভীরের সম্পর্ক আজও খারাপ? মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ…

Indian Cricket: আইপিএলে যতবার মুখোমুখি হয়েছেন ওঁরা, ঝামেলা হয়েছে বারবার। গৌতম গম্ভীর এ বার মুখ খুললেন বিরাট কোহলিকে নিয়ে। এখন গম্ভীর ভারতীয় টিমের কোচ। আর বিরাট খেলছেন তাঁর কোচিংয়ে। সম্পর্কের যেটুকু জটিলতা আছে, তা কি খেলায় প্রভাব ফেলে?

Gautam Gambhir-Virat Kohli: বিরাট ও গম্ভীরের সম্পর্ক আজও খারাপ? মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ...
Image Credit: PTI FILE
| Updated on: May 07, 2025 | 2:42 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেটের দুই মহারথী। একজন ইতিমধ্যে অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। অপরজন ক্রিকেট জীবনের সায়াহ্নে। দু’জনেই দিল্লির ছেলে। এক সময় দাদা-ভাইয়ের সম্পর্কও ছিল। ভাইয়ের জন্য একসময় প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও দিয়ে দিয়েছিলেন দাদা। পরে তাঁদেরই সম্পর্ক চলে যায় তলানিতে। তার জের পড়েছিল ক্রিকেটে। আইপিএলে যতবার মুখোমুখি হয়েছেন ওঁরা, ঝামেলা হয়েছে বারবার। গৌতম গম্ভীর এ বার মুখ খুললেন বিরাট কোহলিকে নিয়ে। এখন গম্ভীর ভারতীয় টিমের কোচ। আর বিরাট খেলছেন তাঁর কোচিংয়ে। সম্পর্কের যেটুকু জটিলতা আছে, তা কি খেলায় প্রভাব ফেলে?

গম্ভীর বলেছেন, “আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু আছি, এবং আমরা বন্ধুই থাকব। মাঠে যখন দু’জন দুটো ভিন্ন দলের হয়ে খেলে, তখন আপনার দু’জনেই নিজের দলের জন্য লড়াই করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মাঠের বাইরের যে সম্পর্ক অন্যরা তুলে ধরে, তার কোনও দরকার নেই। টিআরপি পেতে মানুষ অনেক কিছু বলে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট যা করেছে, তার জন্য ওর কাছে আমরা গর্বিত।”

গম্ভীর মজা করে বিরাটের সঙ্গে তাঁর সম্পর্কের বর্ণনা দিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা দিল্লির দুই ছেলে। আমরা মাঠে সব সময় মজা করি। যদি এটা থেকে কোনও সমস্যা তৈরি হয়, তাহলে আমি বিসিসিআইকে বলব, আমাদের সম্পর্কে নিয়ে যেন পোস্ট বন্ধ করে বিসিসিআই।”

গম্ভীর স্বীকারও করেছেন, বিরাটের অবিশ্বাস্য ফিটনেসের কারণে সুযোগ পেলে বিরাটের শরীরে প্রবেশ করতে চান। এই বিষয়ে তিনি বলেন, “যদি আমি কোনও দিন কোনও ক্রিকেটারের শরীরে প্রবেশ করতে পারি, তাহলে সেটি হবে একমাত্র বিরাট কোহলি। কারণ ও দলের সবচেয়ে ফিট খেলোয়াড়।”