MS Dhoni: ‘শেষ মুহূর্তে…’, ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট সিএসকে কর্তার
IPL 2025, CSK: চোটও পান জাডেজা। ধোনি ফের নেতৃত্ব নিজের হাতে তুলে নেন। গত সংস্করণে টুর্নামেন্টের আগের দিন হঠাৎই নেতৃত্ব দিয়ে দেন ঋতুরাজ গায়কোয়াড়কে। এ বার কি খেলবেন ধোনি? সিএসকে কর্তা সেই প্রসঙ্গেই বড় আপডেট দিলেন।
গত কয়েক সংস্করণ ধরেই জল্পনা চলছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মহেন্দ্র সিং ধোনি খেলা চালিয়ে যাবেন কিনা। প্রতি মরসুমের আগেই এমন সন্দেহের পরিস্থিতি তৈরি হয়। ধোনির মুড বোঝা কঠিন। ক্যাপ্টেন্সির বিষয়টাই যেমন ধরা যাক। রবীন্দ্র জাডেজাকে সিএসকের নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। যদিও জাডেজার ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব পড়েছিল। এরপর চোটও পান জাডেজা। ধোনি ফের নেতৃত্ব নিজের হাতে তুলে নেন। গত সংস্করণে টুর্নামেন্টের আগের দিন হঠাৎই নেতৃত্ব দিয়ে দেন ঋতুরাজ গায়কোয়াড়কে। এ বার কি খেলবেন ধোনি? সিএসকে কর্তা সেই প্রসঙ্গেই বড় আপডেট দিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমের জন্য মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে ফেরানো হয়েছে অবসর নেওয়ার ক্রিকেটারদের ‘আনক্যাপড’ প্লেয়ার নিয়ম। পাঁচ বছর কিংবা তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া, পাঁচ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা এবং বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে পাঁচ বছর না থাকা ক্রিকেটাররা আনক্যাপড হিসেবে খেলতে পারবেন। ধোনিকে এই নিয়মেই মাত্র ৪ কোটিতে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। ধোনি সব ম্যাচেই খেলবে কিনা, এ মরসুমই শেষ কিনা, কোনও কিছুই নিশ্চিত নয়।
চেন্নাই সুপার কিংসের মুখ্য কার্যনির্বাহী আধিকারি কাশী বিশ্বনাথন বলছেন, ‘মাহির সম্পর্কে বলতে পারি, ও নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। শেষ মুহূর্তেই জানা যায় ও কী চাইছে। চেন্নাই সুপার কিংসে ওর আবেগ জড়িয়ে রয়েছে। অতীতে ও একটা সাক্ষাৎকারে বলেওছিল, চেন্নাইয়েই কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চায়। আমরা চাই ওর যতদিন ইচ্ছে, খেলা চালিয়ে যাক। ওর জন্য দরজা সবসময় খোলা। এটুকু বলতে পারি, ও সঠিক সিদ্ধান্তই নেবে।’
এই খবরটিও পড়ুন
আইপিএলের গত সংস্করণে দেখা গিয়েছে, ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামছিলেন ধোনি। হাতে গোনা কয়েকটি ডেলিভারি সামলেছেন। বাউন্ডারিতেই বেশি জোর দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ধোনি জানিয়েছিলেন, যে সমস্ত তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ রয়েছে, তাদের এগিয়ে দেওয়াই লক্ষ্য। তা হলে কি এ মরসুমে পুরোপুরি ছেড়ে দেবেন মাহি? এই জল্পনাও তৈরি হচ্ছে।