Virat Kohli: ভিডিয়ো: IPL-এ তো কোনও মতেই করব না… কোন ইঙ্গিত দিলেন বিরাট কোহলি?

May 18, 2024 | 3:20 PM

Watch Video: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে বিরাট কোহলির আরসিবি আজ কি পারবে জিততে? সময় এলে তার উত্তর মিলবে। আপাতত শনি-রাতের ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির এক ভিডিয়ো ভাইরাল।

Virat Kohli: ভিডিয়ো: IPL-এ তো কোনও মতেই করব না... কোন ইঙ্গিত দিলেন বিরাট কোহলি?
Virat Kohli: ভিডিয়ো: IPL-এ তো কোনও মতেই করব না... কোন ইঙ্গিত দিলেন বিরাট কোহলি?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ২২ গজে মানেই তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার চোরাস্রোত বয়ে যায়। আজ, শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি আরসিবি ও সিএসকে (RCB vs CSK)। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে চলছে বিরাট আলোচনা। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে বিরাট কোহলির আরসিবি আজ কি পারবে জিততে? সময় এলে তার উত্তর মিলবে। আপাতত শনি-রাতের ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির এক ভিডিয়ো ভাইরাল। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আইপিএলে তো কোনও মতেই করব না…।’ কোন ইঙ্গিত দিলেন বিরাট কোহলি?

আসলে চলতি আইপিএলে বিরাট কোহলির অনুরাগীরা গ্যালারি থেকে এক সময় আবদার করেন, ‘কোহলিকে বোলিং দাও।’ যা শুনে বিরাট কান ধরে হাসতে হাসতে জানিয়েছিলেন, তিনি বোলিং করবেন না। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় আগেই ভাইরাল হয়েছিল। এ বার দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে হাসতে হাসতে কোহলি জানান, তিনি এই টুর্নামেন্টে কোনও মতেই বল করবেন না। বিরাট বলেন, “আইপিএলে বল করব না। ২-৩ বার অনেকেই বলেছে, ‘কোহলিকে বোলিং দাও।’ আমি বলেছি ভাই আমাকে ক্ষমা করো। পাগল হয়ে গিয়েছো কি? ব্যাটিংয়ের আত্মবিশ্বাস শেষ হয়ে যাবে।”

এ বারের আইপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার আরসিবির সুপারস্টার বিরাট কোহলি। তাঁর ব্যাটিং সকল ক্রিকেট প্রেমীরা বেশ উপভোগ করছেন। এখনও অবধি ১৩টি ম্যাচে ৬৬.১০ গড়ে ৬৬১ রান করেছেন কিং কোহলি। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর দখলেই। আজ ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট কোহলি দলকে জেতাতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে।

Next Article