AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: নির্বাচকদের মাথাব্যাথা বাড়ালেন শ্রেয়স! ইন্দোরে চাপের ম্যাচে সেঞ্চুরি

Shreyas Iyer Century: প্রবল চাপের মুখে ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর চেয়েও বেশি চাপে ছিলেন নির্বাচকরা। বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন শ্রেয়স। দীর্ঘ চোট আঘাত থেকে দলে ফিরে পারফর্ম করা সহজ নয়। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ। নেপালের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি। সুপার ফোরে লোকেশ রাহুল ফিরতেই ‘চোট’ শ্রেয়সের। জায়গা হারানও বলা যায়। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান আউট।

IND vs AUS: নির্বাচকদের মাথাব্যাথা বাড়ালেন শ্রেয়স! ইন্দোরে চাপের ম্যাচে সেঞ্চুরি
Image Credit: X
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 5:33 PM
Share

ইন্দোর: যে ভাবে ব্যাট তুললেন, বিরাট কোহলির কথা মনে পড়ল কি? হতে পারে। প্রবল চাপের মুখে ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর চেয়েও বেশি চাপে ছিলেন নির্বাচকরা। বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন শ্রেয়স। দীর্ঘ চোট আঘাত থেকে দলে ফিরে পারফর্ম করা সহজ নয়। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ। নেপালের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি। সুপার ফোরে লোকেশ রাহুল ফিরতেই ‘চোট’ শ্রেয়সের। জায়গা হারানও বলা যায়। মোহালি ম্যাচে রান আউট। ইন্দোরে সব অতীত করে দিলেন শ্রেয়স আইয়ার। ৮৬ বলে অনবদ্য সেঞ্চুরি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্দোরের বৃষ্টি শ্রেয়সকে স্বস্তি দিয়েছিল নাকি অজি বোলারদের, বলা দায়। ভারতীয় ইনিংসের ৯.৫ ওভারে বৃষ্টি নামে। সে সময় ২০ বলে ৩৪ রানে ছিলেন শ্রেয়স। তিনে ব্যাট করতে নেমে সেঞ্চুরির ইনিংস। তাঁর কাছে প্রত্যাবর্তনের ইনিংস। শ্রেয়স আইয়ারের কেরিয়ারে যখনই ভালো কিছুর সম্ভাবনা দেখা গিয়েছে, অন্তরায় হয়ে দাঁড়িয়েছে চোট। বিশ্বকাপের আগে তাঁর একটা দুর্দান্ত ইনিংস খেলার এটাই যেন শেষ সুযোগ ছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু-ম্যাচের স্কোয়াডে নেই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ব্যাটাররা। ফলে বাকিদের কাছে সুযোগ নিজেদের মেলে ধরার। সবচেয়ে বেশি চাপে ছিলেন শ্রেয়সই। হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, চার নম্বরে প্রথম পছন্দ শ্রেয়স। সেটার জন্য শ্রেয়সকেও একটা ভরসা দেওয়ার মতো ইনিংস খেলতে হত। এ দিন শতরানের পরই জীবন দান পান।

শ্রেয়সের কাছে সেঞ্চুরিটাকে আরও বড় করার সুযোগ ছিল। সেটা হয়নি যদিও। কয়েক বলের ব্যবধানেই বড় শট খেলার চেষ্টায় আউট। তবে সেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশনই বলে দিচ্ছিল, এই ইনিংস কতটা জরুরি ছিল। তাঁর জন্য এবং অবশ্যই টিমের জন্য।