Rohit on Ashwin: অশ্বিন তবু পাশ করেননি! রোহিতের কথায় তেমনই ইঙ্গিত

India vs Australia Rohit Sharma Comment: দীর্ঘ দেড় বছর পর ওয়ান ডে ফরম্যাটে প্রত্যাবর্তন অশ্বিনের। হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, প্রথম দু-ম্যাচে অশ্বিনের সুযোগ নিশ্চিত। তৃতীয় ওডিআইতে ফেরার ক্ষীণ আশা ছিল অক্ষরের। সেই সম্ভবনাও নেই। প্রথম দু-ম্যাচে পারফরম্যান্সে নজর কেড়েছেন অশ্বিন। মনে করা হয়েছিল, শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হতে পারে। অধিনায়ক রোহিত শর্মার কথায় অবশ্য অন্য ইঙ্গিত।

Rohit on Ashwin: অশ্বিন তবু পাশ করেননি! রোহিতের কথায় তেমনই ইঙ্গিত
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 9:27 PM

রাজকোট: অক্ষর প্যাটেলের চোটের পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার কোনও বার্তা নেই টিম ইন্ডিয়ার তরফে। এশিয়া কাপ ফাইনালের আগে চোট পেয়েছিলেন অক্ষর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে হঠাৎই সুযোগ পান রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ দেড় বছর পর ওয়ান ডে ফরম্যাটে প্রত্যাবর্তন অশ্বিনের। হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, প্রথম দু-ম্যাচে অশ্বিনের সুযোগ নিশ্চিত। তৃতীয় ওডিআইতে ফেরার ক্ষীণ আশা ছিল অক্ষরের। সেই সম্ভবনাও নেই। প্রথম দু-ম্যাচে পারফরম্যান্সে নজর কেড়েছেন অশ্বিন। মনে করা হয়েছিল, শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হতে পারে। অধিনায়ক রোহিত শর্মার কথায় অবশ্য অন্য ইঙ্গিত। তাহলে কি পরীক্ষায় পাশ করতে পারেননি অশ্বিন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মোহালিতে প্রথম ম্যাচে মাত্র এক উইকেট নিয়েছিলেন অশ্বিন। তবে ইকোনমি খুবই ভালো। ইন্দোরে দ্বিতীয় ওডিআইতে অনবদ্য বোলিং। তিন উইকেট নেন অশ্বিন। তৃতীয় ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘অশ্বিন ক্লাস বোলার। প্রচুর অভিজ্ঞতা। চাপের মুখে ভালো পারফর্ম করার দক্ষতা রয়েছে। তবে একটাই বিষয়, ও এক বছরের বেশি ওডিআই খেলেনি। ওর অভিজ্ঞতা অবহেলা করা যায় না। গত দু-ম্যাচেও দারুণ পারফর্ম করেছে।’

বিশ্বকাপের স্কোয়াডে ২৮ সেপ্টেম্বর অবধি পরিবর্তন করা যাবে। তাহলে কি অশ্বিনকে যোগ করা হচ্ছে? রোহিত বলছেন, ‘ওর বোলিংয়ে প্রচুর বৈচিত্র রয়েছে। আমাদের কাছে সুযোগ থাকলে অবশ্যই ওর কথা ভেবে দেখব। আপাতত এটুকু বলতে পারি, আমাদের বিকল্প প্রস্তুত রয়েছে। প্রত্যেককেই ম্যাচ প্র্যাক্টিস দেওয়া হয়েছে।’ রোহিতের কথায় যা ইঙ্গিত, আপাতত বিকল্প হিসেবে দেখা হচ্ছে রবি অশ্বিনকে। টুর্নামেন্ট শুরুর পরও যদি অশ্বিনের চোটের পরিস্থিতি উন্নতি না হয়, সেক্ষেত্রে অশ্বিনকে ভাবা হতে পারে। তৃতীয় ম্যাচের পর চিত্রটা হয়তো আরও পরিষ্কার হবে।