ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই নানা প্রশ্ন ছিল। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হয়েছিল ভারত। ব্যাট হাতে চূড়ান্ত হতাশার পারফরম্যান্স বিরাট কোহলি, রোহিত শর্মার। ভারতীয় দল অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে বোর্ডের বিশেষ বৈঠকও হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, চার সুপারস্টারের জন্য এটাই শেষ সুযোগ হতে চলেছে।
ভারতীয় টিমের এই চার সুপারস্টার কে, বুঝতে অসুবিধা হয় না। অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। ব্রিসবেন টেস্টের পরই আচমকা অবসর ঘোষণা করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রইলেন বাকি তিন। ব্যাট হাতে টানা ব্যর্থতার জেরে গত কয়েক দিন একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন রোহিত শর্মা। সিরিজ জিতলে হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। তবে রবি শাস্ত্রী তা মনে করছেন না।
এ বছর টেস্ট ক্রিকেটে দুই তারকারই হতাশার পারফরম্যান্স। রোহিত ২৬ ইনিংসে করেছেন ৬১৯ রান। ব্যাটিং গড় ২৪.৭৬। দুটি করে সঞ্চুরি ও হাফসেঞ্চুরি। অন্য দিকে, বিরাট কোহলি ১৯ ইনিংসে করেছেন ৪১৭ রান। গড় ২৪.৫২। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। দু-জনেই এক বিন্দুতে দাঁড়িয়ে।
রোহিত শর্মার হয়তো এটাই শেষ সিরিজ। হয় তিনি নিজেই ঘোষণা করবেন, নয়তো বাধ্য করা হবে। দল নির্বাচক প্রধান অজিত আগরকর মেলবোর্নেই রয়েছেন। এমসিজি টেস্টের পঞ্চম দিন লাঞ্চ বিরতিতে রোহিত-বিরাকে নিয়ে প্রশ্ন করা হয় রবি শাস্ত্রীকে। ভারতের প্রাক্তন কোচ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘রোহিত হয়তো এই সিরিজেই অবসর নেবে। ওর ফুটওয়ার্ক দেখুন। বয়সটা হয়তো ফ্যাক্টর নয়। তবে পরিস্থিতি কোনও দিক থেকেই ওর পক্ষে নয়।’
আর বিরাট কোহলি? এই সিরিজে একটি সেঞ্চুরি করেছেন। কিন্তু ধারাবাহিকতা কোথায়? রবি শাস্ত্রী অবশ্য জোর গলায় বলছেন, ‘আমার যা মনে হয়, বিরাট কোহলি আরও দু-তিন বছর খেলবে। চলতি সিরিজে ও সেভাবে মেলে ধরতে পারেনি। তবে খুব খারাপ খেলেছে সেটাও বলা যায় না। আমি যদি খুব ভুল না হই, বিরাট এখনই অবসর নেবে না।’ রোহিতের সিদ্ধান্তটা কি মেলবোর্নেই? তেমনই হলেও অবাক হওয়ার নেই।