রুদ্ধশ্বাস সমাপ্তির পথে ব্রিসবেন টেস্ট। প্রথম ইনিংসে ১৮৫ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংস শেষের পরই বৃষ্টিতে দীর্ঘ সময় বন্ধ থাকে ম্যাচ। ব্রিসবেন টেস্ট জিততে মরিয়া দু-দলই। ফলো-অন এড়িয়ে এমনিতেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল ভারত। ম্যাচের শেষ দিন শুরুতেই অজি শিবিরে একের পর এক ধাক্কা দিতে থাকে ভারতীয় বোলাররা। মাত্র ৩৩ রানে তাদের ৫ উইকেট ফেলে দেয় ভারত। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল দ্রুত রান তুলে একটা ঝুঁকি নেওয়া। সেটাই করল তারা।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮৯-৭ স্কোরেই ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ভারতের টার্গেট ২৭৫ রান। ভারতকে জিততে হলে ৫৪ ওভারে এই রান তুলতে হবে। ওভার প্রতি ৫-এর উপর করতে হবে। যা খুবই কঠিন হলেও অসম্ভব নয়। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ৮-এর উপর রান রেটেও ব্যাটিংয়ের রেকর্ড রয়েছে ভারতের। এখানে নিঃসন্দেহে পরিস্থিতি আলাদা। তবে অসম্ভব নয়।
ব্রিসবেন টেস্টে তিন পরিস্থিতি। অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিতে ২-১ লিড নিতে ভারতের ১০ উইকেট নিতে হবে। তেমনই ভারতের কাছেও সুযোগ রয়েছে বিধ্বংসী ব্যাটিং করে জেতার। আর তৃতীয় বিকল্প ড্র রয়েইছে। ভারতীয় দলে ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালরা রয়েছেন। ব্রিসবেনেই গত সফরে বিশাল স্কোর তাড়া করে জিতেছিল ভারত। এ বারও এমন কিছু হবে নাকি!
ভারতীয় ইনিংস শুরুর ২.১ ওভারে ৮-০ স্কোরেই মন্দ আলোর জন্য খেলা থামানো হয়। সঙ্গে চা বিরতিও ঘোষণা করে দেন আম্পায়াররা। আবহাওয়া সঙ্গ দিলে পুরো ওভারই খেলা হবে। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ। পুরো ওভার খেলা হলে এবং ভারত যদি প্রথম ২০ ওভারে উইকেট না হারিয়ে অন্তত ৪ রান প্রতি ওভারও তুলতে পারে, রুদ্ধশ্বাস জয়ের একটা সম্ভাবনা থাকবেই।
Australia has declared and India need 275 to win.
Strap yourselves in, this should be a beauty! #AUSvIND
— cricket.com.au (@cricketcomau) December 18, 2024