
লড়াই… পাল্টা লড়াই… এইভাবেই আপাতত ৫ ম্যাচের টি-২০ সিরিজে সমতা ফিরিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। এ বার সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের পালা। অজিভূমে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত (India)। তাতে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া (Australia)। এ বার সেখানে চলছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে আপাতত সিরিজের স্কোরলাইন ১-১। এই সিরিজের প্রথম ম্যাচ অমীমাংসিত হয়েছিল। দ্বিতীয়টিতে অজিরা জেতে। আর তৃতীয়টিতে ভারত। এ বার চতুর্থ ম্যাচ যে দল জিতবে, সিরিজে এগিয়ে যাবে। এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ (T20) ম্যাচ।
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি আগামিকাল, বৃহস্পতিবার (৬ নভেম্বর) হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি অস্ট্রেলিয়ার হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে (Heritage Bank Stadium) হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থটি-২০ ম্যাচটি শুরু হবে দুপুর ১.৪৫ মিনিট নাগাদ। ম্যাচের আগে দুপুর ১.১৫ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে।