AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Travis Head : IPL এ দল পাননি, WTC ফাইনালে ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠেছেন ট্রাভিস হেড

IND vs AUS, WTC Final 2023 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ওভালে ভারতের বিরুদ্ধে WTC ফাইনালের প্রথম দিনই শতরান করেছেন হেড।

Travis Head : IPL এ দল পাননি, WTC ফাইনালে ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠেছেন ট্রাভিস হেড
Travis Head : IPL এ দল পাননি, WTC ফাইনালে ভারতীয় বোলারদের ত্রাস হয়ে উঠেছেন ট্রাভিস হেডImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 8:42 AM
Share

লন্ডন : যে মাঠে বছর চারেক আগে হৃদয় ভেঙে গিয়েছিল অজি তারকা ট্রাভিস হেডের (Travis Head), সেখানেই তিনি ইতিহাস গড়লেন। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন হেড। তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। তাও তাঁকে একাদশে রাখা হয়নি। দলের এই সিদ্ধান্তে ভেঙে পড়েছিলেন তিনি। সেদিন সুযোগ পাননি। এ বার পেয়েছেন। তাই WTC ফাইনালে ওভালে খেলার সুযোগ পেয়ে তা রীতিমতো কাজে লাগালেন হেড। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন হেড। ভারতীয় বোলারদের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় অস্বস্তি হয়ে দাঁড়িয়েছেন তিনি। এই হেডই ভারতের মাটিতে হওয়া আইপিএলের (IPL) নিলামে অবিক্রিত ছিলেন। কোনও দলই তাঁকে কেনার আগ্রহ দেখায়নি। এখন সেই হেডই মহম্মদ সামি, মহম্মদ সিরাজদের পিটিয়ে ছাতু করে দিচ্ছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওভালে হেডের ব্যাটে আগুন জ্বলছে

ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালের প্রথম দিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ব্যাটার ট্র্যাভিস হেড সেঞ্চুরি করেছেন। প্রথম দিনের শেষে তিনি ১৪৬ রানে অপরাজিত। ১৫৬ বলের মুখোমুখি হয়েছেন তিনি। প্রথম দিন ৯৩.৫৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তাঁর ব্যাটে ২২টি চার এবং ১টি ছক্কা এসেছে। ভারতীয় বোলারদের একেবারেই রেয়াত করেননি হেড।

মহম্মদ সামি ও মহম্মদ সিরাজকে বেশ চাপে ফেলেছেন হেড

ফাইনালে ভারতের তারকা বোলার মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের কাছ থেকে ভারতীয় শিবিরের অনেক প্রত্যাশা ছিল। আইপিএলে দু’জনেই ভালো ছন্দে ছিলেন। এমনকি আইপিএল ২০২৩ এর আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন সামি। WTC ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলেন সিরাজ। তিনি তুলে নেন উসমান খোয়াজার উইকেট। কিন্তু ট্রাভিস হেড পিচে এলে সিরাজ-সামির জাদু কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। দুই বোলারের বিরুদ্ধেই হেড অনায়াসে রান তুলে চলেছেন। এই পরিস্থিতিতে ম্যাচের দ্বিতীয় দিনেও হেড ভারতীয় বোলারদের উপর শাসন করেন না সেদিকেই নজর থাকবে।

আইপিএল ২০২৩ এর নিলামে ট্রাভিস হেড অবিক্রিত ছিলেন

এই অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ২০২৩ সালের আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছিলেন। ২ কোটি টাকা বেস প্রাইস ছিল। কিন্তু কোনও দলই তাঁকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে আইপিএল নিলামে অবিক্রিত থেকে যান হেড। এ বার WTC ফাইনালে ভারতীয় বোলারদের উপর নিজের দাপট দেখাচ্ছেন তিনি। উল্লেখ্য, হেড অতীতে আইপিএলে খেলেছেন। আরসিবির হয়ে ২০১৬ ও ২০১৭ সালে। মোট ১০টি ম্যাচে তিনি করেছিলেন ২০৫ রান।