Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs BAN: ইচ্ছে থাকলেও ‘উপায়’ হল না, হর্ষিত রানা বাইরেই

India vs Bangladesh 3rd T20I: ইচ্ছে থাকলেও উপায় হল না বলা ভালো। সিরিজ নিশ্চিত হওয়ায় ভারতের একাদশে একাধিক পরিবর্তন হল। কিন্তু হর্ষিত রানা টিমের সঙ্গে স্টেডিয়ামেই আসতে পারেননি। এমনই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২-০ থাকা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। কেমন হল একাদশ?

IND vs BAN: ইচ্ছে থাকলেও 'উপায়' হল না, হর্ষিত রানা বাইরেই
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 12, 2024 | 7:05 PM

ইঙ্গিত ছিল হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হবে হর্ষিত রানার। ম্যাচের আগের দিন গৌতম গম্ভীরের সহকারী রায়ান টেন দুশখাতেও তাঁর প্রশংসা করেন। জিম্বাবোয়ে, শ্রীলঙ্কার পর বাংলাদেশ। স্কোয়াডে থাকলেও অভিষেক হল না। এ বার অবশ্য ইচ্ছে থাকলেও উপায় হল না বলা ভালো। সিরিজ নিশ্চিত হওয়ায় ভারতের একাদশে একটিই পরিবর্তন হল। কিন্তু হর্ষিত রানা টিমের সঙ্গে স্টেডিয়ামেই আসতে পারেননি। এমনই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২-০ থাকা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। কেমন হল একাদশ?

বোর্ডের তরফে হর্ষিত রানা প্রসঙ্গে জানানো হয়েছে, হর্ষিতের ভাইরাল ইনফেকশন হয়েছে। সে কারণে এই ম্যাচ খেলার পরিস্থিতিতে নেই হর্ষিত। শুধু তাই নয়, টিমের সঙ্গে স্টেডিয়ামেও আনা হয়নি হর্ষিত রানাকে। ফিট থাকলে এই ম্যাচে তাঁর অভিষেক নিশ্চিত ছিল, বলাই যায়। তবে ভারতের একাদশে পরিবর্তন হল। অর্শদীপ সিংয়ের পরিবর্তে লেগ স্পিনার রবি বিষ্ণোই। এর অর্থ স্পেশালিস্ট পেসার বলতে শুধুমাত্র মায়াঙ্ক যাদব। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও নীতীশ কুমার রেড্ডি।

হার্দিক পান্ডিয়া প্রথম টি-টোয়েন্টিতে বোলিং করেছিলেন। গত ম্যাচে তাঁকে দিয়ে বোলিং করানো হয়নি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই এমন সিদ্ধান্ত। তবে এই ম্যাচে হার্দিক বোলিং করবেন। বিশেষ নজর থাকবে লোকাল বয় নীতীশ রেড্ডির দিকে। গত দু-ম্যাচেই নজর কেড়েছেন। মনেই হচ্ছে না, এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সিরিজ।

ভারতের একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতীশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব