IND vs ENG Toss: একাদশে নেই সামি! ইডেনে টস আপডেট ও দু-দলের কম্বিনেশন দেখে নিন

Jan 22, 2025 | 6:52 PM

India vs England Eden Gardens Toss Report: এর পরের মন্তব্য কলকাতা তথা বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য হতাশার। কারা একাদশের বাইরে সেই নামগুলোর মধ্যে রয়েছেন মহম্মদ সামি। অনেকটা পথ পেরিয়ে অবশেষে ইংল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরেছেন মহম্মদ সামি। কিন্তু ইডেন গার্ডেন্সেই আন্তর্জাতিক প্রত্যাবর্তন হচ্ছে না।

IND vs ENG Toss: একাদশে নেই সামি! ইডেনে টস আপডেট ও দু-দলের কম্বিনেশন দেখে নিন
Image Credit source: PTI

Follow Us

সিটি অব জয়। সঞ্চালক রবি শাস্ত্রীর গলায় উচ্ছ্বাস। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন। বলেন, ‘পরের দিকে শিশিরের প্রভাব পড়বে। সে কারণেই এমন সিদ্ধান্ত। যারা অস্ট্রেলিয়া সিরিজ থেকে ফিরেছে, দুর্দান্ত মানসিক জায়গায় রয়েছে। এই সিরিজও বিনোদনে ভরপুর থাকবে। নিজেদের শক্তি অনুযায়ী দল গড়েছি।’ যদিও এর পরের মন্তব্য কলকাতা তথা বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য হতাশার। কারা একাদশের বাইরে সেই নামগুলোর মধ্যে রয়েছেন মহম্মদ সামি।

ইডেন গার্ডেন্সের যে মন খারাপ, এ বিষয়ে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এই ম্যাচে মাঠে আসার প্রধান আকর্ষণ অবশ্যই মহম্মদ সামি। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার দেশের জার্সিতে খেলেছিলেন মহম্মদ সামি। চোট, অস্ত্রোপচার, রিহ্যাব আবারও চোট রিহ্যাব। অনেকটা পথ পেরিয়ে অবশেষে ইংল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরেছেন মহম্মদ সামি। কিন্তু ইডেন গার্ডেন্সেই আন্তর্জাতিক প্রত্যাবর্তন হচ্ছে না। জসপ্রীত বুমরার চোট থাকায় সম্ভবত সামিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ান ডে সিরিজ এবং সবচেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে।

ভারতের ক্যাপ্টেন হিসেবে সিরিজের নিরিখে এখনও অবধি অপরাজিত সূর্যকুমার যাদব। তিনটি সিরিজ জিতেছেন, একটি ড্র। ইডেনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সূর্যর। পিচ রিপোর্টে প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল বলেন, হালকা সবুজের আভা রয়েছে। তবে শক্ত পিচ। কিছুটা ড্রাই রাখা হয়েছে। পরের দিকে শিশিরের প্রভাব পড়বে। হাইস্কোরিং ম্যাচ হতে চলেছে। আগের দিন ইডেনের পিচ কিউরেটরও এই ইঙ্গিতই দিয়েছিলেন।

সূর্য যে কম্বিনেশন বেছে নিয়েছেন তাতে স্পেশালিস্ট পেসার একমাত্র অর্শদীপ সিং। তাঁকে সহযোগিতা করতে থাকছেন হার্দিক পান্ডিয়া ও নীতীশ কুমার রেড্ডি। স্পিন বিভাগে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী। প্রয়োজনে তিলক ভার্মা, স্কাই, রিঙ্কু সিং, অভিষেকও বোলিং করতে পারেন।

ভারতের একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

ইংল্যান্ড একাদশ – বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Next Article