
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সমতায়। লিডসে সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এজবাস্টনে দুর্দান্ত কামব্য়াক করেছে ভারত। প্রথম বার এজবাস্টনে টেস্ট জয়ের খাতা খুলে আত্মবিশ্বাসী হয়েই লর্ডসে নেমেছিল ভারতীয় দল। এখনও অবধি সেই আত্মবিশ্বাস রয়েছে। ম্যাচের রাশ এখন ভারতের হাতেই। সিরিজে ২-১ এগিয়ে যেতে ভারতের চাই ১৯৩ রান। যা এই পিচে ভারতের জন্য কঠিন লক্ষ্য বলা যায় না।
লর্ডসে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরি। ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। কেউই লিড পায়নি। ভারতের প্রথম ইনিংসও শেষ হয় ৩৮৭ রানেই। প্রথম ইনিংস টাই হওয়ায় ম্যাচ সমান সমান পরিস্থিতিতে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯২ রানেই ইংল্যান্ডকে অলআউট করল ভারত। তবে বেন স্টোকস ক্রিজে থাকা অবধি বড় টার্গেটের আশঙ্কা ছিল। তাঁকে ফিরিয়ে ভারতকে ‘লিড’ দেন ওয়াশিংটন সুন্দর।
প্রথম ইনিংসে নিয়েছিলেন ফাইফার। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং। তবে দ্বিতীয় ইনিংসে স্পেশাল পারফরম্যান্স ওয়াশিংটন সুন্দরের। চার উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া বুমরা, সিরাজের ঝুলিতে দুটি করে এবং আকাশ দীপ ও নীতীশ রেড্ডি একটি করে উইকেট নিয়েছেন। দু-ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ২০টি উইকেটের মধ্যে ১২টি এসেছে বোল্ড থেকেই। কোনও টিমের বিরুদ্ধে ভারতের এটি রেকর্ড। ইংল্যান্ডের কাছে লজ্জার ‘বোল্ড’ রেকর্ড।