Indian Cricket: ‘আসবে…যাবে…কিন্তু…’, কীসের ইঙ্গিত গৌতম গম্ভীরের!

IND vs ENG Test Series: সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিলই। ইংল্যান্ড সিরিজের পর পরিস্থিতি যেন অনেকটাই উন্নতি হয়েছে। গৌতম গম্ভীরের কথায় যদিও অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখনও কি টেস্টে তাঁর ভবিষ্যৎ স্ক্যানারে?

Indian Cricket: আসবে...যাবে...কিন্তু..., কীসের ইঙ্গিত গৌতম গম্ভীরের!
Image Credit source: PTI

Aug 05, 2025 | 7:43 PM

কোচ হিসেবে তাঁর সাফল্য? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি দিয়েছেন গৌতম গম্ভীর। জাতীয় দলের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব। কিন্তু টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছিলই। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হার, দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়া। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিলই। ইংল্যান্ড সিরিজের পর পরিস্থিতি যেন অনেকটাই উন্নতি হয়েছে। গৌতম গম্ভীরের কথায় যদিও অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখনও কি টেস্টে তাঁর ভবিষ্যৎ স্ক্যানারে?

ইংল্যান্ডের মাটিতে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে যাওয়া। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই কিংবদন্তি না থাকা। বোলিংয়ে জসপ্রীত বুমরাকে পুরোপুরি পাওয়া যায়নি। সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু শেষ দিকে হার বাঁচানোই দায় হয়ে পড়েছিল। ম্যাঞ্চেস্টারে ড্র এবং ওভালে খাদের কিনারা থেকে জয়। সিরিজও ড্র করেছে ভারত। কোচ হিসেবে উচ্ছ্বসিত গৌতম গম্ভীর। ভবিষ্যৎ নিয়ে যে চিন্তুত নন কিংবা কারও থাকা না থাকা নিয়েও, তাঁর কথাতেই যেন পরিষ্কার।

বোর্ডের শেয়ার করা এক ভিডিয়োতে ড্রেসিংরুমে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের বার্তা, ‘সিরিজ যেভাবে এগিয়েছে, রেজাল্টটা দুর্দান্ত। সকলকে শুভেচ্ছা। একটা জিনিস মনে রাখবে, আমরা ভবিষ্যতে আরও উন্নতি করব। পরিশ্রম করতে থাকব। প্রত্যেকটা বিষয়ে উন্নতি করতে থাকা প্রয়োজন। তা হলেই বিশ্ব ক্রিকেটে দীর্ঘ সময় দাপট দেখাতে পারব।’

এরপরই কোচ যা যোগ করেন, তাতে যেন সিনিয়রদেরও বার্তা। আবার নিজেকেও। গম্ভীর আরও বলেন, ‘অনেকেই আসবে যাবে, কিন্তু ড্রেসিংরুমের সংস্কৃতি ধরে রাখতে হবে। এমন মানুষ হতে হবে, যাতে নতুন কেউ এলে এই সংস্কৃতির সঙ্গে দ্রুত মিশে যেতে পারে। সেই সংস্কৃতিটাই আমরা গড়ে তুলতে চাই। সকলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’ আপাতত কয়েক দিনের বিশ্রাম। মাঝে অবশ্য অনেকটা সময় রয়েছে। এশিয়া কাপের প্রস্তুতিও সারতে হবে।