AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Nepal : ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টির চোখরাঙানি, ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

বৃষ্টিতে ভেসে গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সোমবার পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি।

India vs Nepal : ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টির চোখরাঙানি, ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 3:20 PM
Share

পাল্লেকেলে : বৃষ্টি পিছু ছাড়ছে না ভারতের। রবিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনায় জল ঢেলে দিয়েছে প্রকৃতি। ভারতের ইনিংস চলাকালীন দু’বার মাঠ ছেড়ে উঠে আসতে হয়েছিল। বিরতির পর রান তাড়া করতে নামতেই পারেনি পাকিস্তান। শেষমেশ ম্যাচ অমীমাংসিত ঘোষণা করে দেওয়া হয়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। তাতে পাকিস্তানের সুপার ফোরে যেতে সমস্যা হয়নি। প্রথম ম্যাচে তারা বিশাল ব্যাবধানে হারিয়েছিল নেপালকে। তিন পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সুপার ফোরে পা রেখেছে পাকিস্তান। ভারতের ঝুলিতে এখন ১ পয়েন্ট। সুপার ফোরে পৌঁছতে হলে সোমবারের ম্যাচে নেপালকে হারাতেই হবে। ভারতীয় দলের পরিকল্পনায় ফের বাধা হতে পারে বৃষ্টি। পাল্লেকেলে সোমবারের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। প্রকৃতি বাদ সাধলে কী হবে? কীভাবে সুপার ফোরে পৌঁছবে ভারত? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেমন থাকবে পাল্লেকেলের আবহাওয়া?

ভারত বনাম নেপাল ম্যাচ ধুয়ে যেতে পারে বৃষ্টির জন্য। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী সোমবার ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। আর্দ্রতা ৯৮ শতাংশের আশেপাশে থাকবে। তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটিতেও যদি বৃষ্টি বাধা হয় তাহলে ফ্যানরা যে হতাশ হবেন তাতে সন্দেহ নেই। ম্যাচ বাতিল হয়ে গেলে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। সেক্ষেত্রে ভারতীয় দল কোনও ম্যাচ না জিতেই সুপার ফোরে পৌঁছে যাবে। কিন্তু কীভাবে?

এশিয়া কাপে প্রথম বার অংশ নিয়েছে নেপাল। ডেবিউ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছেন রোহিত পাওডেলরা। পয়েন্টের খাতা এখনও খুলতে পারেনি তারা। ২৩৮ রানে হারের পর সোমবার নেপালের পরবর্তী প্রতিপক্ষ মেন ইন ব্লু। শক্তিশালী ভারতীয় দলকে নেপাল কতটা লড়াই দিতে পারবে তা প্রকৃতির রোষ থেকে বাঁচলে তবেই বোঝা যাবে। যাই হোক, ম্যাচটি ভেস্তে গেলে নেপালের ঝুলিতে ১ পয়েন্ট যাবে। ভারতীয় দলের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ২। এই পয়েন্ট রোহিতদের সুপার ফোরে পৌঁছে দিতে যথেষ্ট।