Virat Kohli: চ্যাম্পিয়ন হয়েও বন্ধুর জন্য মন খারাপ বিরাট কোহলির, কী বলছেন?

ICC Men's Champions Trophy 2025: উইকেট দিয়ে ডান্ডিয়া নাচেও মাততে দেখা যায় রো-কো জুটিকে। ট্রফি নেওয়ার পর আরও দীর্ঘ সেলিব্রেশন চলে। এর মাঝে কিন্তু বন্ধুর কথা ভোলেননি বিরাট কোহলি। কী বলেন কিং কোহলি?

Virat Kohli: চ্যাম্পিয়ন হয়েও বন্ধুর জন্য মন খারাপ বিরাট কোহলির, কী বলছেন?
Image Credit source: PTI

Mar 10, 2025 | 6:26 PM

রবীন্দ্র জাডেজার হাফ পুল বাউন্ডারি পেরোতেই সেলিব্রেশন শুরু টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। মাঠে আনন্দে মেতেছেন উইনিং শট নেওয়া জাডেজা, লোকেশ রাহুল। সতীর্থরাও একে একে মাঠে ঢুকে পড়েন। ভারতীয় দলের সেলিব্রেশেনের নানা মুহূর্ত ধরা পড়েছে। স্মারক হিসেবে উইকেট তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও দলের সিনিয়র ব্যাটার বিরাট কোহলি। উইকেট দিয়ে ডান্ডিয়া নাচেও মাততে দেখা যায় রো-কো জুটিকে। ট্রফি নেওয়ার পর আরও দীর্ঘ সেলিব্রেশন চলে। এর মাঝে কিন্তু বন্ধুর কথা ভোলেননি বিরাট কোহলি। কী বলেন কিং কোহলি?

নিউজিল্যান্ড টিমে ছিলেন কেন উইলিয়াসন। অনূর্ধ্ব ১৯ স্তর থেকে বন্ধুত্ব বিরাট-কেনের। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দু-জন ছিলেন প্রতিপক্ষ ক্যাপ্টেন। কেন উইলিয়ামসনও আর ক্যাপ্টেন নন। তেমনই বিরাট কোহলিও। ফাইনালের মঞ্চে বিরাট রান না পেলেও এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। একই কথা প্রযোজ্য কেন উইলিয়ামসনের জন্যও। ফাইনালে শুধু রান না পাওয়াই নয়, আরও অস্বস্তি ছিল কেনের। চোটের কারণে ফিল্ডিংয়ে নামতে পারেননি। তাঁর পরিবর্তে মার্ক চাপম্যান ফিল্ডিং করেন।

ম্যাচ শেষে সেলিব্রেশনের মাঝেই সম্প্রচারকারী চ্যানেলে বিরাট কোহলি বলেন, ‘আমার খুব ভালো এক বন্ধুকে (কেন উইলিয়ামসন) হারতে দেখে খারাপ লাগছে। তবে এই পরিস্থিতিতে আমিও ছিলাম। দুটো এমন পরিস্থিতিও এসেছে যখন কেনের টিম জিতেছে, আমি হারা টিমে ছিলাম। ওর জন্য অনেক ভালোবাসা রইল।’ ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে কেনের টিমের কাছে হেরেছিল বিরাটের ভারত। তেমনই উদ্ধোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বিরাটের নেতৃত্বাধীন ভারতকে হারিয়েছিল কেনের নিউজিল্যান্ড।