IND vs WI: বৃষ্টির ভ্রুকুটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, কী বলছে ডমিনিকার ওয়েদার রিপোর্ট?

Dominica Weather Report: আজ, বুধবার ১২ জুলাই ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে রোহিত শর্মার ভারত। আর এই প্রথম টেস্টে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। জেনে নিন কী বলছে ডমিনিকার ওয়েদার রিপোর্ট।

IND vs WI: বৃষ্টির ভ্রুকুটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, কী বলছে ডমিনিকার ওয়েদার রিপোর্ট?
বৃষ্টির ভ্রুকুটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, কী বলছে ডমিনিকার ওয়েদার রিপোর্ট?Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 4:30 PM

ডমিনিকা: উইন্ডসর পার্কে আজ, বুধবার ১২ জুলাই শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) টেস্ট সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করার মুখে রোহিত শর্মার ভারত (India)। অন্যদিকে এ বারের ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারার পর বড় চ্যালেঞ্জের মুখে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। যদিও ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। কী বলছে ডমিনিকার ওয়েদার রিপোর্ট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আর সাড়ে ৩ ঘণ্টা পর শুরু হওয়ার কথা ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে ৭.৩০ মিনিটে শুরু হনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট)। ডমিনিকার ওয়েদার রিপোর্ট অনুযায়ী, এই টেস্টের প্রথম ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের ৫দিন ডমিনিকার তাপমাত্রা ২৭-৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। হাওয়ার গতি থাকবে ৩০ কিমি/ঘণ্টা।

ডমিনিকায় এখন বর্ষাকাল – ক্যারিবিয়ান দেশ ডমিনিকা চারদিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত। ছোট্ট এই দেশটির জনসংখ্যা মাত্র ৭২ হাজার। এখানে জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। কখনও কখনও ডিসেম্বর পর্যন্তও এখানে বৃষ্টি হয়। এখানে প্রতি বছর ২ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। যা ভারতের বার্ষিক বৃষ্টিপাতের দ্বিগুণ। তাই এই সময় ওখানে ম্যাচ মানে তাতে বৃষ্টির কোপ পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।

Accuweather এর রিপোর্ট অনুযায়ী ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বজ্রপাত ও ঝড় হতে পারে। এই পরিস্থিতিতে ম্যাচ বেশ কয়েকবার বন্ধ হতে পারে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। তবে Accuweather এর রিপোর্ট অনুযায়ী, ডমিনিকা টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির সম্ভবনা নেই। যদিও আকাশ মেঘলা থাকবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা থাকছে।