AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Women World Cup 2022: নিউজিল্যান্ডের কাছে হারের দিন রেকর্ড ঝুলনের

Jhulan Goswami: ঝুলন এই নিয়ে কেরিয়ারের পঞ্চম ওয়ান ডে বিশ্বকাপে খেলছেন। আজই ফুলস্টনে টপকে যাওয়ার সুযোগ ছিল ঝুলনের সামনে। কিন্তু ৮ ওভার বল করেও সাফল্য পাননি ঝুলন। তবে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন শেষ ওভারে বল হাতে নিয়ে ঝুলন তুলে নেন কিউয়ি উইকেটকিপার-ব্যাটার কেটি মার্টিনের উইকেট।

ICC Women World Cup 2022: নিউজিল্যান্ডের কাছে হারের দিন রেকর্ড ঝুলনের
ICC Women World Cup 2022: নিউজিল্যান্ডের কাছে হারের দিন রেকর্ড ঝুলনের
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 3:52 PM
Share

সেডন পার্ক: মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে (ICC Women World Cup 2022) ভারতের (India) দ্বিতীয় ম্যাচে জুটেছে হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টনে ৬২ রানে হেরে গিয়েছে ভারত। তবে দল হারলেও ব্যক্তিগত রেকর্ড গড়লেন বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। এটাই হয়তো ঝুলনের শেষ বিশ্বকাপ। এতদিন মেয়েদের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার লিন ফুলস্টনের (Lyn Fullston) ঝুলিতে। তবে ফুলস্টনের রেকর্ডে ভাগ বসালেন বাংলার তারকা পেসার ঝুলন। ৩৯ বছর বয়সেও ঝুলন আবারও একবার প্রমাণ করে দিলেন, কেন তিনি ভারতের বোলিং বিভাগের সেরা অস্ত্র।

ঝুলন এই নিয়ে কেরিয়ারের পঞ্চম ওয়ান ডে বিশ্বকাপে খেলছেন। আজই ফুলস্টনে টপকে যাওয়ার সুযোগ ছিল ঝুলনের সামনে। কিন্তু ৮ ওভার বল করেও সাফল্য পাননি ঝুলন। তবে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন শেষ ওভারে বল হাতে নিয়ে ঝুলন তুলে নেন কিউয়ি উইকেটকিপার-ব্যাটার কেটি মার্টিনের উইকেট। ৪১ রানের মাথায় মার্টিনকে ফিরিয়ে ঝুলন ভাগ বসালেন ফুলস্টনের রেকর্ডে। কিউয়িদের বিরুদ্ধে মোট ৯ ওভার বল করে ১টি মেডেনসহ ৪১ রান দিয়েছেন ঝুলন। এ বার ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একখানা উইকেট পেলেই বাংলার ঝুলন হয়ে যাবে বিশ্বমঞ্চে মেয়েদের ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার।

১৯৮২-৮৮ সাল পর্যন্ত খেলে ফুলস্টন ২০টি ম্যাচে নিয়েছিলেন ৩৯ টি উইকেট। তবে তাঁর থেকে ১০টি ম্যাচ বেশি খেলে ৩৯টি উইকেট পেলেন বাংলার ঝুলন। ২০০২ সালে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল ঝুলনের। মেয়েদের ক্রিকেটে ১৯৭টি এক দিনের ম্যাচে ২৪৮টি উইকেট নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ICC Women World Cup 2022: হ্যারির লড়াইয়েও কিউয়িবধ হল না ভারতের

আরও পড়ুন: IPL 2022: আইপিএলে স্পনসরের রেকর্ড বিসিসিআইয়ের

আরও পড়ুন: Shane Warne: মেলবোর্নের ২২ গজেই ওয়ার্নকে শেষ বিদায়