AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shane Warne: মেলবোর্নের ২২ গজেই ওয়ার্নকে শেষ বিদায়

Shane Warne Funeral: অস্ট্রেলিয়ার পতাকায় মুড়ে দেশে ফিরল ওয়ার্নের কফিনবন্দি দেহ। আজীবন দেশের পতাকাকে উপরে তুলে রেখেছেন। সেই দেশের পতাকাতেই মুড়ে দেওয়া হয়েছে কিংবদন্তি স্পিনারকে।

Shane Warne: মেলবোর্নের ২২ গজেই ওয়ার্নকে শেষ বিদায়
শেন ওয়ার্ন। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 1:38 PM
Share

মেলবোর্ন: গত সপ্তাহেই ক্রিকেটবিশ্বকে বাকরুদ্ধ করে চলে যান শেন ওয়ার্ন (Shane Warne)। স্তব্ধ হয়ে যায় ক্রিকেটদুনিয়া। ওয়ার্নের আকস্মিক মৃত্যু সবাইকে নাড়িয়ে দেয়। তাইল্যান্ডে ঘুরতে গিয়েই বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিশ্বের কিংবদন্তি স্পিনার। ৫২ বছর বয়সে মৃত্যু হয় স্পিনের জাদুকরের। ওয়ার্নের মৃত্যুর পর তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, স্বাভাবিক মৃত্যু হয়েছে শেন ওয়ার্নের। তাঁর পরিবারও সেই রিপোর্ট মেনে নিয়েছে। এরপরই ওয়ার্নের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করে তাইল্যান্ড পুলিশ। অস্ট্রেলিয়াতেই ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। কো সামুইের বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে বন্ধুদের সামনে আচমকাই পড়ে যান ওয়ার্ন। সিপিআরের মাধ্যমে তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টা করা হয়। অ্যাম্বুলেন্সও ২০ মিনিট দেরিতে আসে। স্থানীয় হাসপাতালের তরফ থেকে বলা হয়, দেরিতে আসার জন্য পথেই মৃত্যু হয় ওয়ার্নের। রড মার্শ মারা যাওয়ার সময়ও টুইট করে সমবেদনা জানিয়েছিলেন ওয়ার্নি। তার কয়েকঘণ্টার মধ্যে তিনিও চলে যান। আর ওই খবর বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দেয়।

অস্ট্রেলিয়ার পতাকায় মুড়ে দেশে ফিরল ওয়ার্নের কফিনবন্দি দেহ। আজীবন দেশের পতাকাকে উপরে তুলে রেখেছেন। সেই দেশের পতাকাতেই মুড়ে দেওয়া হয়েছে কিংবদন্তি স্পিনারকে। স্থানীয় সময় সকাল ৮টা ২৪ নাগাদ প্রাইভেট প্লেনে করে ওয়ার্নের মরদেহ তাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়। ৯ ঘণ্টা লাগে অস্ট্রেলিয়ায় ওয়ার্নের মরদেহ ফিরতে। ৩০ মার্চ মেলবোর্নে ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া সরকার। কিংবদন্তি স্পিনারকে শেষ বারের জন্য দেখতে বিশেষ আয়োজনও করা হয়েছে। ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক লাখ দর্শকের সামনেই হবে ওয়ার্নের বিদায়। যে মেলবোর্নে স্পিনের জাদুকরের একের পর এক বিধ্বংসী স্পেল দেখেছে ক্রিকেটদুনিয়া, সেই মেলবোর্নেই ওয়ার্নকে জানানো হবে শেষ শ্রদ্ধা। ওয়ার্ন ভক্তদের জন্য আয়োজনের কোনও ত্রুটি রাখছে না অস্ট্রেলিয়া সরকার।

পরের সপ্তাহে ওয়ার্নের পরিবারের তরফ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের লোকজনরা।

আরও পড়ুন: Shane Warne: ইংল্যান্ড জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন শেন ওয়ার্ন

আরও পড়ুন: Shane Warne: মৃত্যুর আগে ওয়ার্নের শেষ ছবি