Asia Cup: নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত ভারতের, অপেক্ষা পাকিস্তান ম্যাচের
Emerging Asia Cup 2023: প্রথম ম্যাচে আরব আমিরশাহীকে হারিয়েছিল ভারত। নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল।
এমার্জিং এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় ভারত এ দলের। নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করল ভারত। অপেক্ষা এ বার পাকিস্তানের। প্রথম ম্যাচে আরব আমিরশাহীকে হারিয়েছিল ভারত। নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক রোহিত পৌড়েল। যদিও সেই সিদ্ধান্তের মর্যাদা রাখতে ব্যর্থ নেপাল টপ অর্ডার। হর্ষিত রানা এবং রাজবর্ধন হাঙ্গারকেকরের সৌজন্যে ৩৭ রানে ৫ উইকেট হারায় নেপাল। অধিনায়ক রোহিত কিছুটা ভরসা দেন। ৮৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। সপ্তম উইকেট হিসেবে দলীয় ১৪৪ রানে রোহিত আউট হতেই ১৬৭ রানে অলআউট নেপাল। রাজবর্ধন ৩ এবং হর্ষিত রানা ২ উইকেট নেন। শেষ দিকে নিশান্ত সিন্ধু ৩.২ ওভার বোলিং করে ১৪ রানে ৪ উইকেট নেন।
প্রথম ম্যাচে অনবদ্য শতরান করেছিলেন ভারত এ দলের অধিনায়ক যশ ধুল। নেপালের বিরুদ্ধে ব্যাট হাতে নামতে হল না তাঁকে। বোর্ডে ১৬৮ রানের লক্ষ্য। সাই সুদর্শন এবং অভিষেক শর্মার ওপেনিং জুটিতেই ওঠে ১৩৯ রান। ৬৯ বলে ৮৭ রানে ফেরেন অভিষেক শর্মা। সাই সুদর্শন ৫২ বলে অপরাজিত ৫৮। ক্যামিও ইনিংস ধ্রুব জুড়েলের। ১২ বলে ২১ রান করেন ধ্রুব। ২২.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয় ভারত।