IND A vs AUS A: রান পেলেন না ঋতু-অভিমন্যু, সেঞ্চুরির কাছাকাছি সাই-দেবদত্ত; অজি-ভূমে লড়াকু কামব্যাক ভারতের

Nov 01, 2024 | 4:07 PM

India A vs Australia A: অজি-এ দলের বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ও ভাইস ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণের ব্যাট চলেনি। বাংলার তারকা অভিমন্যুকে বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে। শোনা গিয়েছিল, প্রথম টেস্টে রোহিত শর্মা অনুপস্থিত থাকলে ঈশ্বরণকে দিয়ে ওপেন করানো হবে। এই ভাবনা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দ্বিতীয় বার ভাবতে হবে।

IND A vs AUS A: রান পেলেন না ঋতু-অভিমন্যু, সেঞ্চুরির কাছাকাছি সাই-দেবদত্ত; অজি-ভূমে লড়াকু কামব্যাক ভারতের
সেঞ্চুরির কাছাকাছি সাই-দেবদত্ত
Image Credit source: Albert Perez/Getty Images

Follow Us

কলকাতা: দেশের মাটিতে একদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে রোহিত ব্রিগেডের লড়াই চলছে। আর অজি-ভূমে আনঅফিসিয়াল টেস্টে ভারত-এ টিমও লড়াইয়ে ফিরেছে। এই টেস্টে ভারতের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় এবং তাঁর ডেপুটি অভিমন্যুর ব্যাট দুই ইনিংসেই চলেনি। প্রথম ইনিংসে ক্যাপ্টেন ঋতু শূন্যে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে করলেন ৫ রান। তাঁর পাশাপাশি ঋতুর ডেপুটি অভিমন্যু দুই ইনিংসে করলেন যথাক্রমে ৭ ও ১২ রান। ভারতকে তারপরও লড়াইয়ে ফিরিয়েছেন দেবদত্ত পাড়িক্কাল ও সাই সুদর্শন।

ম্যাকায়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চলেনি ভারতের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ও ভাইস ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণের ব্যাট। বাংলার তারকা অভিমন্যুকে বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে। শোনা গিয়েছিল, প্রথম টেস্টে রোহিত শর্মা অনুপস্থিত থাকলে ঈশ্বরণকে দিয়ে ওপেন করানো হবে। এই ভাবনা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দ্বিতীয় বার ভাবতে হবে।

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের দুই ওপেনারের উইকেট দ্রুত হারানোর পর হাল ধরেন সাই সুদর্শন ও দেবদত্ত পাড়িক্কাল। সাই ও দেবদত্তর ১৭৮ রানের পার্টনারশিপের সুবাদে দ্বিতীয় দিনের শেষে ১২০ রানের লিড নিয়েছে ভারত। ভারতের এই দুই তরুণ ক্রিকেটার দিন শেষ করেছেন সেঞ্চুরির কাছে পৌঁছে। ৮.৫০ কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্স সাই সুদর্শনকে রিটেন করার পরের দিনই তাঁর ব্যাট জ্বলে উঠল। তিনি সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে রয়েছেন। ১৮৫ বলে ৯৬ করেন তিনি। তাঁর পাশাপাশি দেবদত্ত অপরাজিত রয়েছেন ১৬৭ বলে ৮০ রানে। দিনশেষে ভারত-এ ২ উইকেট হারিয়ে তুলেছে ২০৮ রান।

Next Article