IND vs NZ: ফাইনালের দৌড়ে ধাক্কা! কিউয়িদের কাছে হারে ভারতের পরিস্থিতি কী দাঁড়াল?
WTC Point Table: প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হওয়ার পর বিশাল চাপ ছিল। ভারতীয় দল দুর্দান্ত লড়াই করলেও নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার। ঘরে আরও দুটি ম্যাচ রয়েছে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ভারতের পরিস্থিতি কী দাঁড়াল?
ঘরের মাঠে টানা পাঁচটি টেস্ট ম্যাচ ছিল ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে ভারত। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একশো শতাংশ পয়েন্ট নিয়েছে। একই লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও। যদিও বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হওয়ার পর বিশাল চাপ ছিল। ভারতীয় দল দুর্দান্ত লড়াই করলেও নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার। ঘরে আরও দুটি ম্যাচ রয়েছে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে ভারতের পরিস্থিতি কী দাঁড়াল?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফি আসেনি। প্রথম সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ড ও গত সংস্করণে অস্ট্রেলিয়ার কাছে হার। তবে ফাইনালের হ্যাটট্রিকের পথে রয়েছে ভারত। বেঙ্গালুরু টেস্ট হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিতরা। তবে পয়েন্টের শতকরা হার কমেছে। বর্তমানে ভারতের পয়েন্ট শতকরা ৬৮.০৬। ঘরের মাঠে আরও দুটি টেস্ট রয়েছে। বাকি দুই ম্যাচ থেকে ফুল পয়েন্ট নেওয়াই টার্গেট থাকবে।
পয়েন্ট টেবলে ভারতের খুব কাছে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার পয়েন্ট শতকরা ৬২.৫০। অন্যদিকে, শ্রীলঙ্কার ৫৫.৫৬। ভারতকে হারিয়ে ফাইনালের দৌড়ে ঢুকে পড়েছে নিউজিল্যান্ডও। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলে এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ফুল পয়েন্ট নিতে পারলে প্রথম দুইয়ে থাকার সুযোগ থাকবে নিউজিল্যান্ডের কাছেও।