IND vs ENG: ধ্রুব নাকি ভরত, কে হবেন প্রথম টেস্টের কিপার? দ্রাবিড় বললেন…
India vs England Test Series: গত কয়েক বছরে যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণাদের অভিষেক হয়েছে। তার মধ্যে যশস্বী, মুকেশ প্রত্যাশাপূরণ করতে পেরেছেন। বাকিরা সে ভাবে সাড়া ফেলতে পারেননি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের একের পর এক তরুণ মুখ তুলে আনতে চাইছে ভবিষ্যেতের কথা ভেবে। ধ্রুব জুরেল যে কারণে ভরতের থেকে এগিয়েই থাকবেন। আত্মবিশ্বাসের দিক থেকেও ধ্রুব অনেক তৈরি। আইপিএলে নিজেকে মেলে ধরেছিলেন।

হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামার আগেই ধাক্কা খেতে হয়েছে ভারতীয় টিমকে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলির মতো ভারতের সেরা ব্যাটার। সেই চাপ সামলে বেন স্টোকসের টিমের বিরুদ্ধে সেরাটা দেওয়ার ছক সাজাতে শুরু করে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। বিরাটহীন ব্যাটিং অর্ডার কী হবে, তা নিয়ে যেমন স্ট্র্যাটেজি হচ্ছে, তেমনই কিপার কে হবেন, তাও নিয়ে চলছে ভাবনা-চিন্তা। তিন কিপার রয়েছেন ভারতীয় টিমে। হায়দরাবাদে প্রথম টেস্টে কাকে দেখা যাবে উইকেটের পিছনে? লোকেশ রাহুলকে টেস্টে স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই খেলানো হবে। কেএস ভরত কিংবা ধ্রুব জুরেলের মধ্যে কেউ একজন খেলবেন? কার দিকে পাল্লা ভারী? কী বললেন কোচ রাহুল দ্রাবিড়? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকা সফরে দুটো টেস্টেই কিপার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। একই ভূমিকায় তাঁকে আর দেখা যাবে না। প্রেস মিটে কোচ রাহুল বলে দিলেন, ‘দক্ষিণ আফ্রিকায় কিপার হিসেবে রাহুল চমৎকার পারফর্ম করেছে। সিরিজ ড্র করার ব্যাপারে সাহায্য করেছিল ও। কিন্তু কিপার হিসেবে এই সিরিজে খেলবে না, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। টিমে দু’জন কিপার নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে একাদশে।’ ভারতীয় কোচ অবশ্য এটা পরিষ্কার করেননি, অভিজ্ঞ ভরত নাকি তরুণ ধ্রুবকে বেছে নেওয়া হবে প্রথম টেস্ট ম্যাচের জন্য। বিরাট না থাকায় ব্যাটিং যে হেতু গুরুত্বপূর্ণ হতে চলেছে হায়দরাবাদে। সে ক্ষেত্রে হয়তো ২১ বছরের ডান হাতি ব্যাটার ধ্রুবের অভিষেক হতে পারে টেস্টে। কিপার হিসেবেও তিনি নিজেকে রঞ্জি ট্রফিতে প্রমাণ করেছেন।
গত কয়েক বছরে যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণাদের অভিষেক হয়েছে। তার মধ্যে যশস্বী, মুকেশ প্রত্যাশাপূরণ করতে পেরেছেন। বাকিরা সে ভাবে সাড়া ফেলতে পারেননি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের একের পর এক তরুণ মুখ তুলে আনতে চাইছে ভবিষ্যেতের কথা ভেবে। ধ্রুব জুরেল যে কারণে ভরতের থেকে এগিয়েই থাকবেন। আত্মবিশ্বাসের দিক থেকেও ধ্রুব অনেক তৈরি। আইপিএলে নিজেকে মেলে ধরেছিলেন। সুযোগ পেলে টেস্টে কেমন পারফর্ম করেন, দেখার অপেক্ষায় আছেন সকলে।





