Team India: এক, দুই নয়… তিন নম্বরে ৭ ক্রিকেটারের ‘অগ্নিপরীক্ষা’ নিয়েছেন গম্ভীর, কী বলছে রিপোর্ট কার্ড?

যে কোনও ক্রিকেট টিমের ক্ষেত্রেই তিন নম্বর পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এক, দুই নয়, টিম ইন্ডিয়ার (Team India) মোট ৭ ক্রিকেটারের অগ্নিপরীক্ষা নিয়েছেন গম্ভীর। তালিকায় রয়েছেন কারা? কেমন পারফর্ম করেছেন তাঁরা? জানুন বিস্তারিত।

Team India: এক, দুই নয়... তিন নম্বরে ৭ ক্রিকেটারের অগ্নিপরীক্ষা নিয়েছেন গম্ভীর, কী বলছে রিপোর্ট কার্ড?
এক, দুই নয়... তিন নম্বরে ৭ ক্রিকেটারের 'অগ্নিপরীক্ষা' নিয়েছেন গম্ভীরImage Credit source: PTI

Nov 26, 2025 | 3:04 PM

কলকাতা: ভাল পারফরম্যান্স চাইলে পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। কিন্তু সব পরীক্ষার তো একটা শেষও আছে! যেভাবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে হেরেছে ভারত, তাতে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিং স্টাইল নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ফলাফলের ক্ষত তৈরি হতে না হতেই গম্ভীরের কোচিং কৌশল নিয়ে ক্রিকেট মহলে আলোচনার মাত্রা জোরাল হয়েছে। একইসঙ্গে এই সময় সামনে উঠে এসেছে এমন এক তথ্য, যা সকলকে অবাক করে দিচ্ছে। যে কোনও ক্রিকেট টিমের ক্ষেত্রেই তিন নম্বর পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এক, দুই নয়, টিম ইন্ডিয়ার (Team India) মোট ৭ ক্রিকেটারের অগ্নিপরীক্ষা নিয়েছেন গম্ভীর। তালিকায় রয়েছেন কারা? কেমন পারফর্ম করেছেন তাঁরা? জানুন বিস্তারিত।

গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকে যদি দেখতে হয়, এক এক করে মোট ৭টি ক্রিকেটারকে তিন নম্বরে নামিয়েছেন তিনি। এক ঝলকে দেখে নিন ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে কোন কোন ভারতীয় ব্যাটার তিনে নেমেছেন —

১) শুভমন গিল – টেস্ট গত ১৩টি ইনিংসে ৪০১ রান করেছেন। গড় ৩৩.৪। এর মধ্যে করেছেন ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি।

২) সাই সুদর্শন – টেস্ট গত ১১টি ইনিংসে ৩০২ রান করেছেন। গড় ২৭.৫। রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

৩) করুন নায়ার – টেস্ট গত ৪টি ইনিংসে ১১১ রান করেছেন। গড় ২৭.৮। নেই একটিও হাফসেঞ্চুরি।

৪) বিরাট কোহলি – টেস্ট গত ২টি ইনিংসে ৭০ রান করেছেন। গড় ৩৫। এর মধ্যে রয়েছে ১টি হাফসেঞ্চুরি।

৫) ওয়াশিংটন সুন্দর – টেস্ট গত ২টি ইনিংসে ৬০ রান করেছেন। গড় ৩০.০।

৬) দেবদত্ত পাড়িক্কাল – টেস্ট গত ২টি ইনিংসে ২৫ রান করেছেন। গড় ১২.৫।

৭) লোকেশ রাহুল – টেস্ট গত ২টি ইনিংসে ২৪ রান করেছেন। গড় ১২.০।

আরও পড়ুন – IND vs SA: ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার, লজ্জার নজির টিম ইন্ডিয়ার

আরও পড়ুন – Gautam Gambhir: চাকরি থাকছে? পুরনো ট্রফি তুলে ধরলেন গৌতম গম্ভীর